যশোরে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বাসস
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ২০:৫৪ আপডেট: : ১৪ নভেম্বর ২০২৫, ২০:৫৯
ছবি : বাসস

‎ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : আজ বিকেলে যশোর উপশহর মাঠে ‘তরিকুল ইসলাম স্মৃতি আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট’ শুরু হয়েছে।

বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। এ সময় যশোর উপশহর মাঠকে মিনি স্টেডিয়ামে রূপান্তর করার ঘোষণা দেন তিনি।

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, ‘আমরা প্রতিহিংসায় নয়, প্রতিযোগিতায় বিশ্বাসী।’

তিনি আরও বলেন, ‘সমাজে সমতা ও বন্ধুত্ব সুদৃঢ় করতে খেলাধুলার বিকল্প নেই। যশোর ক্রীড়াঙ্গনের ঐতিহ্য আছে। এখান থেকে অনেক খেলোয়াড় জাতীয় পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। এই ধারা অব্যাহত রাখতে হবে’।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, বিএনপির কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, বাফুফে সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী, যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান।

উদ্বোধনী দিনের খেলায় মুখোমুখি হয় উপশহর ইউনিয়ন ও ফতেপুর ইউনিয়ন দল। এর আগে টুর্নামেন্টের শুরু উপলক্ষে মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করে শিশু শিল্পীরা।

বিএনপি স্থায়ী কমিটির সাবেক সদস্য সাবেক মন্ত্রী প্রয়াত তরিকুল ইসলাম স্মরণে এবারই প্রথমবারের মতো যশোরে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

টুর্নামেন্টে যশোর সদর উপজেলার ১৫টি ইউনিয়ন থেকে একটি করে দল অংশগ্রহণ করবে।

আয়োজকরা জানান, আগামী ২২ নভেম্বর টুর্নামেন্টের প্রথম পর্বের খেলা শেষ হবে। এরপর কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের পর ২৯ নভেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লেবাননের ভেতরে দেয়াল নির্মাণ করেছে ইসরাইল : জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী
কপ৩০ জলবায়ু সম্মেলনের প্রবেশপথ অবরোধ করল আদিবাসী বিক্ষোভকারীরা
আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের বৈঠক
শেখ হাসিনা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন : ডা. জাহিদ
সিলেটে হত্যা মামলার আসামি গ্রেফতার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ জন রাজধানীতে গ্রেফতার 
রাঙ্গামাটিতে দুই দিনব্যাপী পার্বত্য চট্টগ্রাম লেখক সম্মেলন
লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউকের কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত
যশোরে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
বুমরাহর তোপে প্রথম দিনই অলআউট দক্ষিণ আফ্রিকা
১০