
ঢাকা, ৯ ডিসেম্বর ২০২৫ (বাসস) : আবু হায়দারের সেঞ্চুরির পরও হার দিয়ে ২৭তম জাতীয় ক্রিকেট লিগ শেষ করল ময়মনসিংহ বিভাগ। সপ্তম ও শেষ রাউন্ডে রাজশাহী বিভাগের কাছে ১৪৬ রানের বড় ব্যবধানে হারে ময়মনসিংহ।
এই হারে ৭ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে থেকে জাতীয় লিগে অভিষেক মৌসুম শেষ করল ময়মনসিংহ। সমানসংখ্যক ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে আট দলের আসরে অষ্টম ও তলানিতে থেকে লিগ শেষ করল রাজশাহী।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিন শেষে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল রাজশাহী। শেষ রাউন্ডের ম্যাচ জিততে মাত্র ১ উইকেট দরকার ছিল তাদের।
রাজশাহীর ছুঁড়ে দেওয়া ৪২৮ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে দিন শেষে ৯ উইকেট ২২৭ রান তুলেছিল ময়মনসিংহ। ম্যাচ জিততে ১ উইকেট হাতে নিয়ে আরও ২০১ রান করতে হত ময়মনসিংহকে। ৯৭ রানে অপরাজিত ছিলেন আবু হয়দার।
ম্যাচের চতুর্থ ও শেষ দিনের প্রথম বলে চার মেরে প্রথম শ্রেণির ক্রিকেটে দ্বিতীয় সেঞ্চুরির স্বাদ নেন আবু হায়দার। চলতি মৌসুমেই প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছিলেন তিনি।
সিলেট বিভাগের বিপক্ষে অপরাজিত ১০৭ রানের ইনিংস খেলেছিলেন আবু হায়দার।
ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির পর ইনিংস বড় করার চেষ্টায় করেন আবু হায়দার। কিন্তু শেষ ব্যাটার আসাদুল্লাহ গালিবকে ব্যক্তিগত ৯ রানে রাজশাহীর স্পিনার সানজামুল ইসলাম শিকার করলে ৫৯.২ ওভারে ২৮১ রানে গুটিয়ে যায় ময়মনসিংহ।
১০টি চার ও ১৩টি ছক্কায় ১২৭ বলে ১৪১ রানে অপরাজিত থাকেন আবু হায়দার।
রাজশাহীর সানজামুল ৫টি ও নিহাদুজ্জামান ৩ উইকেট নেন। প্রথম ইনিংসেও ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন সানজামুল।
প্রথম ইনিংসে রাজশাহী ২১৯ ও ময়মনসিংহ ১২৭ রান করে। দ্বিতীয় ইনিংসে ৩৪৫ রান করে রাজশাহী।