
ঢাকা, ৯ ডিসেম্বর ২০২৫ (বাসস) : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯তম আসরের জন্য চূড়ান্ত নিলামে জায়গা পেয়েছেন বাংলাদেশের সাত ক্রিকেটার। আগামী ১৬ ডিসেম্বর আবু ধাবিতে অনুষ্ঠিত হবে আইপিএলের নিলাম।
নিলামে জায়গা করে নেওয়া বাংলাদেশ খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি অভিজ্ঞ মুস্তাফিজুর রহমান। এখন পর্যন্ত আইপিএলে পাঁচ ফ্র্যাঞ্চাইজির হয়ে ৬০টি ম্যাচ খেলেছেন তিনি। ৮.১৩ ইকোনমি ও ২৮.৪৪ গড়ে ৬৫ উইকেট শিকার করেছেন ফিজ। সর্বোচ্চ ২ কোটির ভিত্তিমূল্যে ৪০ জনের তালিকায় জায়গা করে নিয়েছেন এই বাঁ-হাতি পেসার।
বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে মুস্তাফিজের সাথে আরও আছেন- চার পেসার শরিফুল ইসলাম-তাসকিন আহমেদ-নাহিদ রানা ও তানজিম হাসান সাকিব এবং দুই স্পিনার রিশাদ হোসেন ও রাকিবুল হাসান। এদের মধ্যে শরিফুল-তাসকিন-নাহিদ-তানজিম এবং রিশাদের ভিত্তিমূল্য ৭৫ লাখ করে। ৩০ লাখের ভিত্তিমূল্যে আছেন রাকিবুল হাসান।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ২০২৬ মৌসুমের জন্য আইপিএলের মিনি নিলামে প্রাথমিক তালিকায় নিবন্ধন করেছিলেন ১,৩৯০ ক্রিকেটার। সেখান থেকে স্থানীয় ও বিদেশি কোটা মিলিয়ে চূড়ান্ত তালিকায় জায়গা হয়েছে ৩৫০ জনের। এরমধ্যে ভারতীয় ক্রিকেটার ২৪০ জন এবং বিদেশি ১১০ জন। মিনি নিলামে সর্বোচ্চ ৭৭ জন খেলোয়াড়কে কিনতে পারবে ফ্র্যাঞ্চাইজি। এরমধ্যে বিদেশি ক্রিকেটার সুযোগ পাবে ৩১জন।