রিয়ালের বর্তমান পরিস্থিতি দ্রুত পরিবর্তনের ইঙ্গিত আলোনসোর

বাসস
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ১৮:১৭
ছবি : সংগৃহীত

ঢাকা, ৯ ডিসেম্বর ২০২৫ (বাসস) : বুধবার চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে মাঠে নামতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে ফর্মহীনতায় থাকা রিয়াল মাদ্রিদ বর্তমান পরিস্থিতি দ্রুতই সামলে উঠতে পারবে বলে ইঙ্গিত দিয়েছেন চাপে থাকা কোচ জাবি আলোনসো। 

সব ধরনের প্রতিযোগিতায় লস ব্ল্যাঙ্কোসরা গত সাত ম্যাচে মাত্র দুটি জয়ী হয়েছে। রোববার লা লিগায় সেল্টা ভিগোর কাছে ২-০ গোলে হারের পর সমালোচনার ঝড় বইছে।

স্প্যানিশ গণমাধ্যম ইতোমধ্যেই রিপোর্টে বলেছে পেপ গার্দিওলার দলের কাছে পরাজিত হলে আলোনসোকে ছাঁটাই করা হতে পারে। 

আলোনসো গণমাধ্যমে বলেছেন, ‘এই ক্লাবে আমরা সবাই একত্রিত আছি। রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে এই ধরনের পরিস্থিতি বেশ ঠান্ডা মাথায় মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতে হবে। এখানে দায়িত্ব অনেক বেশী। সামনে কি আসতে যাচ্ছে সেটা নিয়ে আমি সত্যিকার অর্থেই মুখিয়ে আছি। রোববারের ম্যাচের পর যে পরিস্থিতি তৈরী হয়েছে সেটা স্বাভাবিক। আর সে কারনেই সিটির বিপক্ষে ম্যাচের ফলাফল গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভাল হোক বা খারাপ, ফুটবলে সবকিছুই দ্রুত পরিবর্তন হয়। প্রত্যাশাও পরিবর্তিত হয়ে যায়, আমরা এখন সেই মুহূর্তে আছি।’

গত সপ্তাহে এ্যাথলেটিক বিলবাওকে ৩-০ গোলে পরাজিত করে আলোনসোর অধীনে মাদ্রিদ এ মৌসুমের সেরা পারফরমেন্স উপহার দিয়েছে। কিন্তু তারপরপরই ঘরের মাঠে সেল্টার বিরুদ্ধে পরাজয় সব কিছুকে ম্লান করে দিয়েছে। 

আলোনসো জানিয়েছেন তার দল ম্যান সিটিকে পরাজিত করতে প্রস্তুত আছে। একইসাথে সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডকে বার্নাব্যুতে মোকাবেলা করার সব প্রস্তুতি সম্পন্ন করেছে। লিগ পর্বের টেবিলে এই মুহূর্তে মাদ্রিদ পঞ্চম স্থানে রয়েছে। মাদ্রিদ বস বলেন, ‘সামনে কি আসছে সেজন্য আমরা মানসিক ভাবে প্রস্তুত আছি। দলের সবাই জয়ের ব্যপারে আশাবাদী। নি:সন্দেহে একটি ভাল ম্যাচ উপহার দিতে হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শিল্পকলায় ১১-২২ ডিসেম্বর নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী 
বাংলাদেশ ব্যাংকে ই-ডেস্ক সিস্টেমের উদ্বোধন
চলতি বছরে ৩০ নভেম্বর পর্যন্ত জনশক্তি রপ্তানি ১০ লক্ষাধিক
নতুন পাঠ্যবই মুদ্রণ ও বিতরণে বিঘ্নের আশঙ্কা নেই: সালেহউদ্দিন
সারাদেশে দ্রুতগতিতে ডিজিটাল সেবা সম্প্রসারণ করছে সরকার : আইসিটি সচিব
জুলাই কন্যা সম্মেলন স্থগিত
সিলেটে বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে অদম্য নারী সম্মাননা প্রদান
৩১ কর্মকর্তাকে অতিরিক্ত জেলা প্রশাসক পদে নিয়োগ
টেলিটকের সিনিয়র ম্যানেজার আসাদুল্লাহ’র দেশত্যাগে নিষেধাজ্ঞা
পাটজাত পণ্য রপ্তানির দাবি নিষ্পত্তি করবে ছাড় কমিটি : বাংলাদেশ ব্যাংক
১০