সিডনিতে প্রথমবারের মত মুখোমুখি হচ্ছে চেলসি-টটেনহ্যাম

বাসস
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ১৮:২৬

ঢাকা, ৯ ডিসেম্বর ২০২৫ (বাসস) : ব্রিটেনের বাইরে আগামী বছর প্রথমবারের মত মুখোমুখি হতে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের দুই হেভিওয়েটস চেলসি ও টটেনহ্যাম হটস্পার। প্রাক-মৌসুম সফরে এই দুই দল সিডনিতে একে অপরের মোকাবেলা করবে। উভয় ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

‘সিডনি সুপার কাপ’ এ খেলার জন্য লন্ডনের এই দুই প্রতিপক্ষ চুক্তিবদ্ধ হয়েছে। এখানে ইংলিশ দুই ক্লাব ছাড়াও আরো অংশ নিচ্ছে এ-লিগের ক্লাব ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্স ও সিডনি এফসি। চেলসির প্রতিপক্ষ সিডনি ওয়ান্ডারার্স ও স্পার্স খেলবে সিডনি এফসির বিপক্ষে। 

আগামী বছর ১ আগস্ট ৮৩ হাজার ধারণক্ষমতা সম্পন্ন অলিম্পিক স্টেডিয়ামে চেলসি ও টটেনহ্যাম একে অপরের মুখোমুখি হবে। 

স্পার্স ম্যানেজার থমাস ফ্র্যাংক বলেছেন, ‘আমি অস্ট্রেলিয়ায় আমাদের উৎসাহী ভক্তদের কথা শুনেছি এবং এটি এমন কিছু যা নিয়ে ক্লাব খুব গর্বিত। এই অভিজ্ঞতা নেবার অপেক্ষা আর শেষ হচ্ছেনা।’

পুরুষ দল ছাড়াও চেলসির নারী দলটিও আগামী ১২ আগস্ট এ-লিগের নারী অল-স্টার্স দলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে। চেলসির এই দলে রয়েছে অস্ট্রেলিয়ান দুই সুপারস্টার স্যাম কার ও এলি কারপেন্টার। 

এ-লিগ প্রধান স্টিফেন কনরয় বলেছেন, ‘২০২৬ সিডনি সুপার কাপে বিশ্বের অন্যতম সেরা দুই ক্লাবের ম্যাচ দেখার সৌভাগ্য হবে সমর্থকদের। 

আমাদের লিগ জুড়ে আন্তর্জাতিক প্রতিভাদের জন্য বিশ্ব ফুটবলের জায়ান্টদের বিরুদ্ধে নিজেদের পরীক্ষা করার এটি একটি দুর্দান্ত সুযোগ।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শিল্পকলায় ১১-২২ ডিসেম্বর নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী 
বাংলাদেশ ব্যাংকে ই-ডেস্ক সিস্টেমের উদ্বোধন
চলতি বছরে ৩০ নভেম্বর পর্যন্ত জনশক্তি রপ্তানি ১০ লক্ষাধিক
নতুন পাঠ্যবই মুদ্রণ ও বিতরণে বিঘ্নের আশঙ্কা নেই: সালেহউদ্দিন
সারাদেশে দ্রুতগতিতে ডিজিটাল সেবা সম্প্রসারণ করছে সরকার : আইসিটি সচিব
জুলাই কন্যা সম্মেলন স্থগিত
সিলেটে বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে অদম্য নারী সম্মাননা প্রদান
৩১ কর্মকর্তাকে অতিরিক্ত জেলা প্রশাসক পদে নিয়োগ
টেলিটকের সিনিয়র ম্যানেজার আসাদুল্লাহ’র দেশত্যাগে নিষেধাজ্ঞা
পাটজাত পণ্য রপ্তানির দাবি নিষ্পত্তি করবে ছাড় কমিটি : বাংলাদেশ ব্যাংক
১০