বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে পার্বত্য জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল শুরু

বাসস
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ১৯:৫৭
ছবি : বাসস

বান্দরবান, ৯ ডিসেম্বর ২০২৫ (বাসস) : বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে শুরু হলো পার্বত্য জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট।

মঙ্গলবার বিকেলে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এর আয়োজনে জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক শামীম আরা রিনি টুর্ণামেন্টের শুভ উদ্বোধন ঘোষনা করেন।

এসময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই এর সভাপতিত্বে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, নির্বাহী কর্মকর্তা মো: আবুল মুনসুর, সদস্য আবুল কালাম আজাদ, সদস্য উবাথোয়াই মার্মা, জেলা ক্রীড়া অফিসার মো.রেজাউল করিমসহ জেলা পরিষদের কর্মকর্তা ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় বান্দরবান পৌরসভা ফুটবল দল বনাম বান্দরবান সদর উপজেলা ফুটবল দল। উত্তেজনাপূর্ণ এই খেলায় বান্দরবান পৌরসভা দল ২-০ গোলে সদর উপজেলা দলকে পরাজিত করে।

এবারের টুর্নামেন্টে বান্দরবানের সাতটি উপজেলা ফুটবল দল এবং বান্দরবান সদর ফুটবল দলসহ মোট ৮টি দল অংশগ্রহণ করছে। এই প্রতিযোগিতা শেষ হবে আগামী ১৪ ডিসেম্বর। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে আকর্ষণীয় পুরস্কার ও গোল্ডকাপ ট্রফি প্রদান করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হংকংয়ে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৬০
দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান
গাজায় ত্রাণ প্রবেশে জর্ডান সীমান্তের অ্যালেনবি ক্রসিং ফের খুলছে বুধবার
প্রযুক্তিগত উৎকর্ষের পাশাপাশি পরিবেশগত দায়বদ্ধতাও নিশ্চিত করতে হবে: পরিবেশ উপদেষ্টা
চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত
বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ও বীর বিক্রম মহিবুল্লাহর ৫৪তম শাহাদাত বার্ষিকী কাল 
নাটোরে তিনটি মডেল মসজিদ উদ্বোধন আগামীকাল
ডিএসইতে লেনদেন ৪৫৮ কোটি টাকা, সূচকে ইতিবাচক প্রবণতা
আর্থ অবজারভেশন সক্ষমতা বৃদ্ধিতে ইতালির মহাকাশ সংস্থার সঙ্গে চুক্তি
সৌর বিদ্যুৎ কেন্দ্রের শুল্ক কমানোয় বছরে ৪২০ কোটি টাকা সাশ্রয় হবে: ফাওজুল কবির খান
১০