বাসস
  ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:২১

নারী হ্যান্ডবলে চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার

ঢাকা, ২০ ফেব্রুয়ারি, ২০২৩ (বাসস) : বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত ‘এক্সিম ব্যাংক ৩৪ তম জাতীয় নারী হ্যান্ডবল’ টুর্নামেন্টের শিরোপা জয় করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
আজ যশোর জেলার শামস্-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আনসার ৩০-১৯ গোলে পঞ্চগড় জেলা ক্রীড়াসংস্থাকে হারিয়ে শিরোপা লাভ করেছে। ম্যাচের প্রথমার্ধে ১৮-১১ গোলে এগিয়ে ছিল বিজয়ী দল। 
টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হন আনসারের ১০ নম্বর জার্সীধারী আলপনা আক্তার।
ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো: রফিকুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর।
যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবির, ফেডারেশনের সহ সভাপতি মো: নূরুল ইসলাম, সহকারী সাধারণ সম্পাদক মো: সালাউদ্দিন আহম্মেদ, কোষাধ্যক্ষ মো: জাহাঙ্গীর হোসেনসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। 
এদিকে ফাইনালের আগে অনুষ্ঠিত প্রথম সেমি ফাইনালে আনসার ২৭-৩ গোলে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবকে এবং দ্বিতীয় সেমিতে পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থা ৩২-১০ গোলে মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে।