বাসস
  ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৩৩

দ্বিতীয় লেগে জয়ের লক্ষ্যে নয়জন স্ট্রাইকার নিয়ে খেলতে চান গার্দিওলা!

লিপজিগ (জার্মান), ২৩ ফেব্রুয়ারি ২০২৩ (বাসস/এএফপি) : গতকাল চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর প্রথম লেগের ম্যাচে লিপজিগের সাথে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে ম্যানচেস্টার সিটি। পরের লেগে লিপজিগকে বিদায় করতে প্রয়োজনে নয়জন স্ট্রাইকার নিয়ে মাঠে নামবে সিটি, কাল ম্যাচ শেষে অনেকটা মজা করেই এই মন্তব্য করেছেন সিটি বস পেপ গার্দিওলা।
আগে তিন বছর জার্মান দল বায়ার্ন  মিউনিখের  কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন গার্দিওলা। সে কারনেই জার্মান দলগুলোর সম্পর্কে তার অতীত ধারনা আছে। জার্মান দলটির গতির কাছেই আজ পরাস্ত হয়েছে সিটি, এমন মন্তব্য গার্দিওলা করেছেন। সিটি বস বলেন , ‘আমি এখানে ৪-৩ গোলে হারতে আসিনি। ম্যানচেস্টারে ম্যাচটি আরো বেশী আকর্ষনীয় হবে। লিপজিগ আজ আমাদের থেকে ভাল খেলেছে। যে দলটিতে অনেক বেশী পরিবর্তণ হয়েছে তেমন একটি দলের সাথে খেলাটা সবসময়ই কঠিন। তাদের দলে যে গতি আছে আমাদের মধ্যে সেটা নেই।’
গার্দিওলা আরো বলেন, ‘এমনো হতে পারে ফিরতি লেগে আমি নয়জন স্ট্রাইকার নিয়ে মাঠে নেমেছি। আমার এই দেশে কোচিংয়ের অভিজ্ঞতা আছে। আমি লিপজিগ সম্পর্কে জানি। ম্যাচটা সত্যিই অসাধারন ছিল। মানুষ যদি এটা পছন্দ না করে থাকে তবে সেটা তাদের ব্যপার। সব লিগের সব দলই শক্তিশালী। সে কারনেই এক সময় লিগের চেয়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলা সহজ হলেও বর্তমানে সেটাও কঠিন হয়ে গেছে। প্রতিটি ম্যাচই এখানে প্রতিদ্বন্দিতাপুর্ন হয়ে থাকে।’