বাসস
  ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৩৬

শেষ দল হিসেবে নারী বিশ্বকাপে জায়গা করে নিল পানামা

হ্যামিল্টন, ২৩ ফেব্রুয়ারি ২০২৩ (বাসস/এএফপি) : বাছাইপর্বের প্লে-অফে প্যারাগুয়েকে ১-০ গোলে পরাজিত করে সর্বশেষ দল হিসেবে ফিফা নারী বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে পানামা। নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হয়েছে বাছাইপর্বের প্লে-অফের সবগুলো ম্যাচ।
এই প্রথমবারের মত নারী বিশ^কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে পানামা। হ্যামিল্টনে প্যারাগুয়ের বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে ইতালিয়ান ক্লাব সাম্পদোরিয়ার বদলী ফরোয়ার্ড লিনেথ ইসাবেল সেডেনো ভালডেরামার গোলে পানামার জয় নিশ্চিত হয়। বাছাইপর্ব থেকে বাকি থাকা তিনটি স্থানের জন্য হাইতি ও পর্তুগালের সাথে তৃতীয় দল হিসেবে বিশ^কাপের টিকিট পেয়েছে পানামা। এই তিনটি দলই এই প্রথমবারের মত বিশ^ আসরে খেলার যোগ্যতা অর্জন করেছে।
চূড়ান্ত পর্বে গ্রুপ-এফ’এ পানামার প্রতিপক্ষ ফ্রান্স, জ্যামাইকা ও ব্রাজিল। আগামী ২৪ জুলাই এডিলেডে ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচ দিয়ে পানামা তাদের বিশ^কাপ মিশন শুরু করবে।
আগামী ২০ জুলাই-২০ আগস্ট পর্যন্ত অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে যৌথভাবে নারী বিশ^কাপ ফুটবল অনুষ্ঠিত হবে।
নারী বিশ^কাপের গ্রুপিং :
গ্রুপ-এ : নিউজিল্যান্ড, নরওয়ে, ফিলিপিন, সুইজারল্যান্ড
গ্রুপ-বি : অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, নাইজেরিয়া, কানাডা
গ্রুপ-সি : স্পেন, কোস্টা রিকা, জাম্বিয়া, জাপান
গ্রুপ-ডি : ইংল্যান্ড, হাইতি, ডেনমার্ক, চায়না
গ্রুপ-ই : যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম, নেদারল্যান্ড, পর্তুগাল
গ্রুপ-এফ : ফ্রান্স, জ্যামাইকা, ব্রাজিল, পানামা
গ্রুপ-জি : সুইডেন, দক্ষিণ আফ্রিকা, ইতালি, আর্জেন্টিনা
গ্রুপ-এইচ : জার্মানী, মরক্কো, কলম্বিয়া, দক্ষিণ কোরিয়া