শিরোনাম
ঢাকা, ২৩ ফেব্রুয়ারি ২০২৩ (বাসস) : ১০ম এশিয়ান ইনডোর এ্যাথলেটিকস চ্যাম্পিয়নশীপে ৬০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জয়ী বাংলাদেশী স্প্রিন্টার ইমরানুর রহমানকে আর্থিক পুরস্কার দিয়েছে বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশন।
গতকাল সন্ধ্যায় জাতীয় ক্রীড়া পরিষদ ভবনের শহীদ শেখ কামাল মিলনায়তনে ইমরানুরকে দেয়া সবংর্ধনা অনুষ্ঠানে এ্যাথলেটিকস ফেডারেশন ১৫ লাখ টাকার চেক তুলে দেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ও বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন মিয়া। বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দিন আহমেদ। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ, ওয়ালটন গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ ডাইরেক্টর ইকবাল বিন আনোয়ার ডন, ফেডারেশনের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রকিব মন্টু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেডারেশনের সহ-সভাপতি ও সংবর্ধনা আয়োজন কমিটির আহবায়ক ফারুকুল ইসলাম ।
স্বর্ণজয়ী ইমরানুরকে এ্যাথলেটিকস ফেডারেশনের পক্ষ থেকে ১০ লাখ টাকা ও এনআরবি কর্মাশিয়াল ব্যাংকের পক্ষ থেকে ৫ লাখ টাকার চেক প্রদান করা হয়।
এছাড়া এনআরবি কর্মাশিয়াল ব্যাংক এ্যাথলেটিকসের উন্নয়নের লক্ষ্যে ৫ লাখ টাকার চেক ফেডারেশনকে প্রদান করে।
সংবর্ধনা ও আর্থিক পুরস্কার পেয়ে ইমরানুর রহমান বেশ আনন্দিত। স্বর্ণজয়ী এই এ্যাথলেট বললেন, ‘সবাইকে ধন্যবাদ। দেশের বাইরে লাল সবুজের পতাকা ওড়াতে পেরে আমি আনন্দিত। সামনেও সাফল্য পেতে চাই, যা নতুন প্রজন্মের সামনে অনুপ্রেরণা হতে পারে। ’
উল্লেখ্য,গত ১১ ফেব্রুয়ারি কাজাখাস্তানে এশিয়ান ইনডোর এ্যাথলেটিকসে ৬০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতে ইতিহাস গড়েন ইমরানুর। প্রথম বাংলাদেশি হিসাবে এশিয়ান পর্যায়ে স্বর্ণ জয়ের কৃতিত্ব দেখান তিনি।