শিরোনাম
ওয়েলিংটন, ২৩ ফেব্রুয়ারি ২০২৩ (বাসস/এএফপি) : অপরিবর্তিত দল নিয়েই নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামছে সফরকারী ইংল্যান্ড। আগামীকাল শুক্রবার ওয়েলিংটনে শুরু হবে টেস্ট ম্যাচটি। প্রথম টেস্ট জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর ইংলিশ অধিনায়ক বেন স্টোকস বলেছেন তাদের ওই খেলাটি ছিল ‘একেবারেই নিখাদ’।
এই জয়ে স্টোকসের নেতৃত্বে সর্বশেষ ১১ টেস্টের ১০টিতেই জয়লাভ করল ইংল্যান্ড। আর এই জয়টি ছিল নিউজিল্যান্ডের মাটিতে ১৫ বছরের মধ্যে ইংল্যান্ডের প্রথম টেস্ট জয়। ম্যাচ পরিকল্পনা মেনে দলের এই অর্জনে গর্ববোধ করছেন বলেও জানান স্টোকস। তার মতে সিম উপযোগী উইকেটে কিউই টপ অর্ডারদের চাপে ফেলার লক্ষ্য ছিল ইংলিশদের।
ব্ল্যাক ক্যাপস অধিনায়ক টিম সাউদির আশা, আবহাওয়ার পুর্বাভাস ভুল প্রমাণিত হয়ে প্রথম দুই দিন বৃস্টি হানা দেবে না। তার বিশ্বাস এর মাধ্যমে তারা সিরিজটি বাঁচাতে পারবে। বেসিন রিজার্ভে নিউজিল্যান্ডের রেকর্ড বেশ সমৃদ্ধ। গত এক দশকে এ মাঠে ১৪টি টেস্টের সাতটিতেই জয়লাভ করেছে তারা। আর পরাজিত হয়েছে মাত্র দুটিতে।
কিউই অধিনায়ক বলেন,‘আমরা জানি সেখানকার কন্ডিশন বেশ ভালো। অনেক ম্যাচ সেখানে অনুষ্ঠিত হয়েছে এবং আমরা বেশ কয়েকটি সিরিজ জিতেছি। আমার ধারনা সেখানে হোম সুবিধাও পাব।
নিউজিল্যান্ড (সম্ভাব্য স্কোয়াড): টম লাথাম, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, হেনরি নিকোলস, উইল ইয়ং, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল, মাইকেল ব্রেসওয়েল, স্কট কুগেলেজিন, টিম সাউদি (অধিনায়ক), ম্যাট হেনরি, নীল ওয়াগনার, ব্লায়ার টিকনার।
ইংল্যান্ড: জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), বেন ফোকস, অলি রবিনসন, স্টুয়ার্ট ব্রড, জ্যাক লিচ, জিমি এন্ডারসন।