বাসস
  ১৩ এপ্রিল ২০২৩, ১৯:৫১
আপডেট : ১৩ এপ্রিল ২০২৩, ২০:০১

পিএসজিতেই নিজের ভবিষ্যৎ দেখছেন এমবাপ্পে, অলিম্পিক তার ‘স্বপ্ন’

প্যারিস, ১৩ এপ্রিল ২০২৩ (বাসস/এএফপি) : নিজের ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা কল্পনার মধ্যেই ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পে বলেছেন, তিনি এখনো প্যারিস সেন্ট জার্মেই’র (পিএসজি) খেলোয়াড়। আগামী মৌসুম পর্যন্ত এখানেই আছেন। ফরাসি দলের হয়ে আগামী ২০২৪ প্যারিস অলিম্পিকে খেলারও আশা করছেন তিনি।
টেলিভিশন চ্যানেল ফ্রেঞ্চ-৩ কে বুধবার দেয়া এক সাক্ষাৎকারে পরের মৌসুম কোথায় খেলছেন জানতে চাইলে জবাবে এম্বাপ্পে বলেন,‘ প্যারিস সেন্ট জার্মেইয়ে। আমি একজন প্যারিসের নাগরিক। আমার একটি চুক্তি আছে, আর সেটি হচ্ছে প্যারিস সেন্ট জার্মেই’র সঙ্গে।’
গত মৌসুম শেষে পিএসজির সঙ্গে নতুন করে চুক্তিবদ্ধ হয়েছেন এমবাপ্পে। যে চুক্তির ভিত্তিতে ২০২৫ সাল পর্যন্ত কাতারি মালিকানাধীন ক্লাবেই তার থেকে যাবার কথা রয়েছে। যদিও ফরাসি গণমাধ্যমের রিপোর্টে বলা হয়েছে শেষ বছরের চুক্তি হচ্ছে ঐচ্ছিক এবং একজন খেলোয়াড়ের কাছে সেটি গুরুত্বহীন। এসব কারণেই পরের মৌসুম শেষে ফ্রি ট্রান্সফারে অন্যত্র যাওয়ার সুযোগ রয়েছে ২৪ বছর বয়সি ফরাসি তারকার।
টিকিট বিপননে ক্লাব তার ফুটেজ ব্যবহার করায় এর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন এমবাপ্পে। যে কারণে ওই ফুটেজ সরিয়ে নেয় পিএসজি। এর এক সপ্তাহ পর এমন মন্তব্য করলেন বিশ্বকাপ জয়ী ওই তারকা। ২০১৭ সালে মোনাকো ছেড়ে পিএসজিতে যোগ দেন এমবাপ্পে। যদিও নিজ শহরের হয়ে এখনো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের অপেক্ষাতেই রয়ে গেছেন তিনি।
বলেন,‘ আমি ইতোমধ্যে একটি সেমি ও একটি ফাইনাল খেলার সুযোগ পেয়েছি। একাধিক কোয়ার্টার ফাইনালও খেলেছি। গত শেষ ষোলর লড়াইয়ে জয়ের জন্য আমরা সর্বত্মক চেস্টা করেছি। আশা করছি অচিরেই এটি ধরা দেবে।’  
২০১৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ শিরোপা এবং গত বছর রানারআপ ট্রফি জয় করা এমবাপ্পে বলেছেন, প্যারিস অলিম্পিকে দেশকে প্রতিনিধিত্ব করা তার ‘স্বপ্ন’। বলেন,‘আমি সেখানে খেলার আশা করছি। সবাই জানে আমি অলিম্পিক গেমসে খেলার স্বপ্ন দেখতাম। তবে সেটি আমার উপর নির্ভর করছে না।’
সাধারনত ক্লাবগুলো অলিম্পিকে খেলার জন্য তাদের খেলোয়াড়দের ছাড়তে বাধ্য নয়। এটি ফিফা আন্তর্জাতিক ক্যালেন্ডারের অংশ নয়। এমবাপ্পে বলেন,‘ তাই আমিও এ জন্য ক্লাবকে চাপ দিতে পারব না। কারণ জনগন যদি আমাকে অলিম্পিকে দেখতে না চায়, তাহলে আমি খেলতে পারব না। বস্তবতা হচ্ছে এটি ফিফা ক্যালেন্ডারের অংশ নয়। এজন্য আমাকে ক্লাব এবং জাতীয় দলের সঙ্গে কথা বলতে হবে। কারণ এর আগেই রয়েছে ইউরো। সুতরাং এটি নিয়ে আলোচনার দরকার আছে।
আসলে সবকিছু বিবেচনার দরকার আছে। তবে অলিম্পিকে খেলাটা স্বপ্ন। আর সেটি যদি হয় প্যারিসে ...’