বাসস
  ০১ মে ২০২৩, ১৭:৪৮

বাংলাদেশ নারী দল: কাল দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ-শ্রীলংকা

কলম্বো, ১ মে, ২০২৩ (বাসস) :  তিন  ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে কাল  মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলংকা নারী দল।
কলম্বোর পি সারা ওভালে বাংলাদেশ সময় সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। বৃষ্টির কারনে সিরিজের প্রথম ওয়ানডে পরিত্যক্ত হয়েছিলো।
কলম্বোর পি সারা ওভালে প্রথম ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে স্বাগতিক শ্রীলংকা। ৩৬ দশমিক ৪ ওভারে ৬ উইকেটে ১৫২ রান করে শ্রীলংকা। এরপর বৃষ্টির কারনে ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়। বল হাতে বাংলাদেশের পক্ষে বাঁ-হাতি স্পিনার নাহিদা আকতার ৭ ওভারে ২৪ রানে ৩ উইকেট নেন। ১টি করে উইকেট নেন জাহানারা আলম, সুলতানা খাতুন ও ফাহিমা খাতুন।
প্রথমবারের মত শ্রীলংকার বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ নারী দল। ওয়ানডের পর শ্রীলংকার বিপক্ষে ৯ মে থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে বাংলাদেশ।