বাসস
  ০১ মে ২০২৩, ১৯:০০

ডিপিএল: জাকির-শাহাদাতের জোড়া সেঞ্চুরিতে বড় জয় প্রাইম ব্যাংকের

ঢাকা, ১ মে, ২০২৩ (বাসস) : দুই ওপেনার জাকির হাসান ও শাহাদাত হোসেনের জোড়া সেঞ্চুরিতে বড় জয় দিয়ে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের (ডিপিএল) সুপার লিগ পর্ব শুরু করেছে  প্রাইম ব্যাংক।
আজ সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচেই প্রাইম ব্যাংক ১৭৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জকে। জাকির ১০৬ ও শাহাদাত ১০৪ রান করেন।  
সাভার বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে প্রথমে বোলিং করতে নামে লিজেন্ডস অব রূপগঞ্জ। ব্যাট হাতে নেমে দলকে ২১৭ বলে ২২২ রানের সূচনা এনে দেন জাকির ও শাহাদাত। দু’জনই সেঞ্চুরি তুলে থামেন।
ইনজুরি থেকে সুস্থ হয়ে মাঠে ফিরেই ১৩টি চারে ১০৬ বলে ১০৬ রানের দারুন ইনিংস খেলেন জাকির। ইনজুরির কারনে গেল মার্চে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল থেকে ছিটকে পড়েছিলেন জাকির।
১০টি বাউন্ডারিতে ১১৯ বল খেলে ১০৪ রান করেন শাহাদাত। শেষদিকে ৮টি চার ও ১টি ছক্কায় ২৭ বলে ৫৬ রানের মারমুখী ইনিংস খেলেন আল-আমিন। এতে ৫০ ওভারে ৬ উইকেটে ৩৩০ রানের সংগ্রহ পায় প্রাইম ব্যাংক।
জবাবে বড় ইনিংস খেলতে পারেনি লিজেন্ডস অব রূপগঞ্জের ব্যাটাররা। প্রাইম ব্যাংকের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৩৮ দশমিক ৩ ওভারে ১৫৭ রানে গুটিয়ে যায় লিজেন্ডস অব রূপগঞ্জ। দলের পক্ষে ভারতীয় চিরাগ জানি ৩৮, আশিক উল আলম নাইম ৩৬ রান করেন। প্রাইম ব্যাংকের মাহেদি হাসান-রুবেল হোসেন-নাসির হোসেন ২টি করে উইকেট নেন।
এই জয়ে ১২ ম্যাচ শেষে ১৬ পয়েন্ট আছে প্রাইম ব্যাংকের। সমানসংখ্যক ম্যাচে ১৬ পয়েন্ট আছে লিজেন্ডস অব রূপগঞ্জেরও।