বাসস
  ০২ মে ২০২৩, ১৮:২৯

সেভিয়াকে হারিয়ে ইউরোপীয় টুর্নামেন্টে খেলার স্বপ্ন দেখছে জিরোনা

সেভিয়া (স্পেন), ২ মে ২০২৩ (বাসস/এএফপি): সেভিয়াকে হারিয়ে আগামী মৌসুমে ইউরোপীয় টুর্নামেন্টে খেলার স্বপ্ন দেখছে জিরোনা। গতকাল রামোন সানচেজ পিযজুয়ানে অনুষ্ঠিত লা লিগার ম্যাচে সেভিয়াকে ২-০ গোলে হারায় জিরোনা। 
ম্যাচের ২৩ মিনিটে গোল করে জিরোনাকে এগিয়ে দেন জুয়ানপে। দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটে গোল করে জিরোনার ব্যবধান দ্বিগুন করেন ট্যাটি কাস্তেলানোস। গত মার্চে হোসে লুইস মেন্ডিলিবার দায়িত্ব নেয়ার পর বিগত আট ম্যাচের মধ্যে এটি ছিল সেভিয়ার প্রথম পরাজয়।
বর্তমানে ইউরোপা লিগের সেমিফাইনালে পেঁৗঁছেছে সেভিয়া। সেখানে তাদের প্রতিপক্ষ ইতালীয় জায়ান্ট জুভেন্টাস। এছাড়া লা লিগায়ও রেলিগেশন জোন থেকে ১০ পয়েন্টে এগিয়ে থেকে পয়েন্ট তালিকার ১১তম অবস্থানে রয়েছে ক্লাবটি। 
এদিকে ৪৪ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকার অস্টম স্থানে রয়েছে জিরোনা। যার মাধ্যমে  ইতোমধ্যে আগামী মৌসুমের ইউরোপা কনফারেন্স লিগের কোয়ালিফাইং স্পটে রয়েছে ক্লাবটি।