বাসস
  ০৩ মে ২০২৩, ১৮:৪৬

চেলসিকে হারিয়ে ফের প্রিমিয়ার লিগ তালিকার শীর্ষে আর্সেনাল

লন্ডন, ৩ মে ২০২৩ (বাসস/এএফপি) : আর্সেনালকে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে ফিরিয়ে এনেছেন মার্টিন ওডেগার্ড। গতকাল নরওয়েজিয়ান ওই মিড ফিল্ডারের জোড়া গোলে চেলসিকে ৩-১ ব্যবধানে  হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরেছে গানাররা।
গত সপ্তাহে ম্যানচেস্টার সিটির কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়ে শিরোপা দৌড়ে নিয়ন্ত্রন হারায় মাইকেল আর্তেতার শিষ্যরা। তবে গতকালের ওই জয়ের মাধ্যমে তারা শিরোপা প্রতিদ্বন্দ্বি ম্যানচেস্টার সিটিকে এই বার্তা পাঠাতে সক্ষম হয়েছে যে শেষ মুহুর্ত পর্যন্ত শিরোপা জয়ের লড়াইয়ে ছাড় দেবেনা। গানারদের হাতে রয়েছে আর মাত্র ৫টি ম্যাচ।
এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ওডেগার্ডের দুই গোলের পাশাপাশি আর্সেনালের হয়ে বাকী গোলটি করেছেন ব্রাজিলিয় ফুটবলার গাব্রিয়েল জেসুস। দ্বিতীয়ার্ধে চেলসির হয়ে একমাত্র সান্তনার গোলটি করেছেন ননি মাদুয়েক।
এই জয়ে ম্যানচেস্টার সিটির চেয়ে দুই পয়েন্টে এগিয়ে থেকে পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করেছে আর্সেনাল। যদিও এই মুহুর্তে শিরোপা জয়ে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটিকেই ফেভারিট ভাবা  হচ্ছে। তবে আর্সেনালের এই ঘুরে দাঁড়ানোর ফলে কিছুটা হলেও চাপে থাকবে সিটিজেনরা।
ম্যাচ শেষে আর্তেতা বলেন,‘আমার মতে প্রথম ৬০ মিনিট আমাদের দল খুবই ভালো খেলেছে।ওই সময় দল আমার প্রত্যাশা মাফিক সব কিছুই করেছে। মান, গতি, মুভমেন্ট এবং সেই সঙ্গে দুটি গোল। একই সঙ্গে আমাদের সমর্থকদের সম্মিলিত প্রতিক্রিয়ায় মাঠে দারুন পরিবেশের সৃস্টি হয়। আমরা এই মুহুর্তে তালিকার শীর্ষস্থানে ফিরেছি। এখানে আসতে পেরে আমরা খুশি।’
দীর্ঘ ১০ সপ্তাহ পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখলে রাখার পর গত রোববার ম্যানচেস্টার সিটির কাছে স্থানচ্যুত হয় আর্সেনাল। ফুলহ্যামকে হারিয়ে আসনটি দখল করে পেপ গার্দিওলার শিষ্যরা। টানা চার ম্যাচে জয় বঞ্চিত হয়ে ব্যাকফুটে চলে যায় গানাররা। চার ম্যাচের মধ্যে লিভারপুল, ওয়েস্টহ্যাম ও সাউদাম্পটনের সঙ্গে ড্র করার পর ম্যানচেস্টার সিটির কাছে পরাজিত হয় ৪-১ গোলের বড় ব্যবধানে। তবে হারের সেই ধাক্কা কাটাল গতকাল চেলসির বিপক্ষে জয় দিয়ে।
ম্যাচের ১৮ মিনিটেই মার্টিন ওডেগার্ডের গোলে এগিয়ে যায় আর্সেনাল। ৩১ মিনিটে জোড়া গোল পূর্ণ করেন নরওয়েজিয়ান ওই তারকা। ৩৪তম মিনিটে আর্সেনালের তৃতীয় গোলটি আসে ব্রাজিলিয় ফুটবলার  জেসুসের পা থেকে। ম্যাচের ৬৫ মিনিটে চেলসির হয়ে একমাত্র গোলটি পরিশোধ করেন মাদুয়েক।
এ জয়ে ৩৪ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে ফিরে আসে আর্সেনাল। দুই ম্যাচ কম খেলা ম্যানসিটি ৭৬ পয়েন্ট নিয়ে অবস্থান করছে তালিকার দ্বিতীয় স্থানে। এদিকে ৩৩ ম্যাচ থেকে ৩৯ পয়েন্ট নিয়ে তালিকার ১২ নম্বরে আছে চেলসি।