বাসস
  ০৪ মে ২০২৩, ১৮:৫৭

আফিফের প্রথম সেঞ্চুরি ও খুশদিলের বোলিংয়ে শিরোপা জয়ের পথে এগিয়ে গেল আবাহনী

ঢাকা, ৪ মে ২০২৩ (বাসস) : লিষ্ট ‘এ’ ক্রিকেটে আফিফ হোসেনের প্রথম সেঞ্চুরি ও পাকিস্তানের খুশদিল শাহর বোলিং নৈপুন্যে  ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের (ডিপিএল) শিরোপা জয়ের পথে এক ধাপ এগিয়ে গেল আবাহনী লিমিটেড।
আজ সুপার লিগ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আবাহনী ৪২ রানে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে। ব্যাট হাতে অপরাজিত ১১১ রান করেন আফিফ। সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিন্দ্বন্দি মোহামেডান স্পোটিং ক্লাবকে ৮ রানে হারিয়েছিলো আবাহনী লিমিটেড।
ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে আবাহনীকে ব্যাটিংয়ে পাঠায় প্রাইম ব্যাংক। আবাহনীকে ৫৫ রানের সূচনা এনে দেন দুই ওপেনার এনামুল হক বিজয়  ও মোহাম্মদ নাইম। বিজয় ৩১ ও নাইম ২৬ রান করেন। তিন নম্বরে নামা মাহমুদুল হাসান জয় ১৯ রানে থামেন। ২২তম ওভারে ৯০ রানে টপ-অর্ডারের তিন ব্যাটারকে হারায় আবাহনী।
চতুর্থ উইকেটে প্রাইম ব্যাংকের বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেন আফিফ ও অধিনায়ক মোসাদ্দেক হোসেন। দু’জনের জুটিতে ২শ রান পার করে আবাহনী। ৪৫তম ওভারে দলীয় ২৩০ রানে বিচ্ছিন্ন হন আফিফ ও মোসাদ্দেক। ১৪০ রানের জুটি গড়েন তারা। ৪টি করে চার-ছক্কায় ৭৬ বলে ৬৭ রান করেন মোসাদ্দেক।
মোসাদ্দেক ফিরলেও ইনিংসের শেষ পর্যন্ত খেলে লিষ্ট ‘এ’তে ১০৬ ম্যাচের ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি তুলে নেন আফিফ। ৬টি চার ও ৫টি ছক্কায় ১০১ বলে ১১১ রানে অপরাজিত থেকে আবাহনীকে বড় সংগ্রহ এনে দেন আফিফ। ৫০ ওভারে ৫ উইকেটে ২৮৫ রান করে আবাহনী।
জবাবে শুরুতে উইকেট হারালেও ওপেনার জাকির হাসান ও প্রান্তিক নওরোজ নাবিলের জোড়া হাফ-সেঞ্চুরিতে লড়াইয়ে থাকে প্রাইম ব্যাংক। জাকির ৫১ ও নাবিল ৫৭ রানে থামেন।
এরপর আবাহনীর পাকিস্তানী স্পিনার খুশদিল শাহর ঘুর্ণিতে পড়ে প্রাইম ব্যাংক। প্রাইম ব্যাংকের মিডল অর্ডারে ৫ উইকেট শিকার করেন খুশদিল। এতে ১৮৪ রানে সপ্তম উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে প্রাইম ব্যাংক।
শেষ দিকে অলক কাপালির অপরাজিত ৪০ রানে হারের ব্যবধানে কমাতে পারে প্রাইম ব্যাংক। ২৬ বল বাকী থাকতে ২৪৩ রানে গুটিয়ে যায় প্রাইম ব্যাংক। আবাহনী খুশদিল ৪৯ রানে ৬ উইকেট নেন। লিষ্ট ‘এ’ ক্রিকেটে প্রথমবারের মত ইনিংসে পাঁচ উইকেট নিলেন খুশদিল। ম্যাচ সেরা হন আফিফ।
এই জয়ে ১৩ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে এককভাবে টেবিলের শীর্ষে থাকলো আবাহনী। সমানসংখ্যক ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে আছে প্রাইম ব্যাংক।