বাসস
  ১১ মে ২০২৩, ১৯:১৬

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলার স্বপ্ন থেকে মাত্র ‘এক কদম দূরে’ ইনজাগি

মিলান, ১১ মে ২০২৩ (বাসস/এএফপি): ইতোমধ্যে আগামী মাসের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলার স্বপ্ন দেখতে শুরু করেছেন ইন্টার মিলানের কোচ সিমোন ইনজাগি। গতকাল সেমি ফাইনালের প্রথম লেগে নগর প্রতিদ্বন্দ্বি এসি মিলানের বিপক্ষে ২-০ গোলের জয়ের পর এমন স্বপ্ন দেখতে শুরু করেছেন ইন্টার কোচ।  
অল ইতালীয় সেমির দ্বিতীয় লেগে এখন ইন্টারের প্রয়োজন পরাজয় এড়ানো। এতেই ইস্তাম্বুলে ফাইনালের টিকিট পেয়ে যাবে ইনজাগির শিষ্যরা। যেখানে রিয়াল মাদ্রিদ অথবা ম্যানচেস্টার সিটিকে প্রতিপক্ষ হিসেবে পাবে তারা। প্রথম লেগে শিষ্যদের আধিপত্য দেখে এ বিষয়ে আত্মবিশ্বাসী ইন্টার কোচ। ওই ম্যাচে আরো বেশ কয়েকটি গোলের সুযোগ হাতছাড়া করেছে দলটি। অন্যথায় গোলের বন্যায় ভাসিয়ে দিতে পারতো প্রতিবেশী এসি মিলানকে।
ম্যাচ শেষে ইনজাগি সাংবাদিকদের বলেন,‘প্রথমার্ধে আমাদের খেলা ছিল দুর্দান্ত। তবে সেখানে আমরা যা করেছি সে অনুযায়ী স্কোরলাইন অপ্রতুল। দ্বিতীয়ার্ধেও আমরা ম্যাচটি বেশ ভালোভাবে পরিচালনা করেছি। ছেলেরা গোটা মাঠ জুড়ে খেলেছে।’  
ইন্টারের কোচ বলেন,‘ এই রাতটি ছিল দারুন ইতিবাচক রাত, যা আমাদের তৃপ্ত করেছে। কিন্তু আগস্ট মাস থেকে যে স্বপ্ন আমরা দেখতে শুরু করেছি, সেটি পুর্ন করতে হলে আমাদের আরো একবার সফল হতে হবে। এখনো সাত দিন হাতে আছে। আমরা জানি আমাদেরকে আরো একটি ছোট ধাপ পার হতে হবে।’