বাসস
  ১১ মে ২০২৩, ২১:০৪

আফগানিস্তানের বিপক্ষে এক টেস্ট ও এক টি-টোয়েন্টি ছেটে ফেলেছে বাংলাদেশ

ঢাকা, ১১ মে, ২০২৩ (বাসস) : আগামী মাসে  নিজ মাঠে সফরকারী  আফগানিস্তানের  বিপক্ষে পুর্নাঙ্গ  দ্বিপাক্ষিক  সিরিজ থেকে একটি টেস্ট ও একটি টি-টোয়েন্টি ম্যাচ বাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)। 
 আসন্ন সফরে আফগানিস্তান ক্রিকেট দলের  দুই টেস্ট, তিন ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার  কথা ছিল।  সর্বশেষ  খবর অনুযায়ী  ওয়ানডে সংখ্যা  তিনটিই থাকছে।  একটি করে টেস্ট ও টি-টোয়েন্টি  বাদ  দেয়া হয়েছে। 
ইংল্যান্ডে আজ বিসিবি ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সাংবাদিকদের বলেন,‘ আফগানিস্তানের বিপক্ষে  আমাদের দ’ুটি টেস্ট খেলার কথা ছিল। কিন্তু আমরা একটি টেস্ট বাদ দিয়েছি।’
 তিনি আরো বলেন, ‘এখন আমরা  এক টেস্ট, তিন ওয়ানডে  এবং দুটি টি-টোয়েন্ট খেলব।  যেহেতু  সিরিজের সূচি  পরিবর্তন করা হচ্ছে তাই আমরা  এখন  ভেন্যু নিয়ে  আফগান বোর্ডের সঙ্গে আলোচনা করব।’
 জালাল ইউনুসের দাবী আফগান বোর্ডের অনুরোধেই একটি করে টেস্ট ও টি-টোয়েন্টি  বাদ দেয়া হয়েছে।  কেননা বাংলাদেশ সফরের মধ্যেই আফগানিস্তান  দলে ভারত সফরে একটি সিরিজ খেলবে।
 তিনি বলেন, ‘বাংলাদেশ সফরে এক ফর্মেটে খেলেই আফগান দল ভারত সফরে যেতে চেয়েছিল।’ সুতরাং আমরা একটা টেস্ট খেলার পর  ইদুল আজহার মধ্যে তারা ভারত যাবে। সেখানে  নির্ধারিত সূচি শেষ করে  তারা আবার  বাংলাদেশে আসবে সিরিজের বাকি ম্যাচ  খেলবে।’