বাসস
  ১৭ মে ২০২৩, ২০:০২

বঙ্গবন্ধু আইএইচএফ চ্যালেঞ্জ ট্রফি: ভারতের কাছে হেরে গেল বাংলাদেশ জুনিয়র দল 

ঢাকা, ১৭ মে, ২০২৩ (বাসস): বঙ্গবন্ধু আইএইচএফ চ্যালেঞ্জ ট্রফি ওমেন্স টুর্নামেন্টের ইয়ুথ বিভাগে (অনূর্ধ্ব-১৭) চ্যাম্পিয়ন হলেও  জুনিয়র বিভাগে (অনূর্ধ্ব-১৯) ভারতের কাছে হেরে গেছে বাংলাদেশের মেয়েরা। ফলে ইয়ুথ বিভাগে বাংলাদেশ এবং জুনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। 
আজ বুধবার শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ভারতকে ৪৬-৪৩ গোলে হারিয়ে ইয়ুথ বিভাগে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। জুনিয়র বিভাগের ফাইনালে বাংলাদেশকে ৪৮-১৭ গোলে হারিয়ে শিরোপা জয় করে ভারত।
সাউথ-সেন্ট্রাল এশিয়া জোন-২ এ চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে বাংলাদেশ ইয়ুথ দল খেলবে এই টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে। জাতীয় ও বয়স ভিত্তিক কোনো পর্যায়েই কখনোই এর আগে ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ।  
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি নুরুল ফজল বুলবুল, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর ও আয়োজক কমিটির চেয়ারম্যান আমিনুল ইসলাম।