বাসস
  ২১ মে ২০২৩, ১৮:২৯

এন্ডারসন নিজেও জানেন

লন্ডন, ২১ মে ২০২৩ (বাসস) : আগামী মাসে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। আসন্ন সিরিজে পাঁচ টেস্টই খেলার আশা করছেন না ইংল্যান্ডের অভিজ্ঞ পেসার জেমস এন্ডারসন। সিরিজে অন্তত তিন টেস্ট খেলকে পারলেই খুশি হবেন তিনি। 
ব্রিটিশ সংবাদমাধ্যমকে এন্ডারসন বলেন, পাঁচটি ম্যাচ খেলার আশা করাটা ঠিক হবে না। আমি মনে করি, তিনটি খেলতে পারলেই যথেষ্ঠ।
গেল সপ্তাহে ইংলিশ কাউন্টি লিগে ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলার সময় কুচকির  ইনজুরিতে পড়েন এন্ডারসন। অ্যাশেজের আগে সুস্থ হয়ে তিনি সুস্থ হয়ে উঠবেন বলে ধারনা করা হচ্ছে। তবে পহেলা জুন থেকে লর্ডসে শুরু হতে যাওয়া আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে অনিশ্চিত এন্ডারসন। 
ইনজুরির কারনে জোফরা আর্চার না থাকায় দলের মূল বোলারদের গুরু দায়িত্ব পালন করতে হবে এন্ডারসনকে। অ্যাশেজে সব টেস্ট খেলাটা অবাস্তব বলে জানান তিনি। তিনটি টেস্ট খেলতে পারাটা বাস্তবসম্মত হবে। যদি চারটি খেলতে পারেন সেটি দুর্দান্ত হবে। এন্ডারসন বলেন, ‘আমার মনে হয়, পাঁচ টেস্টেই খেলব এমনটা আশা করা  একটু বেশিই হয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘ আমি মনে করি, তিনটি খেলতে পারলেই ভালো হবে। শুধুমাত্র আমার ক্ষেত্রেই নয়, যেকোন বোলারের জন্যই পাঁচটির মধ্যে তিনটির কথা বললে সেটি সম্ভবত আরও বাস্তবিক চিন্তা হবে। যদি চারটি হয়, তাহলে তো দারুণ হবে।’
তবে পরিস্থিতি অনুযায়ী সিদ্বান্ত নেয়ার ব্যাপারে কথা জানান এন্ডারসন, ‘আসল ব্যাপারটা হচ্ছে, আপনাকে ম্যাচ ধরে ধরে এগোতে হবে। যদি পাঁচ দিনে ২৫০ ওভার বোলিং করি, তাহলে বিশ্রাম দরকার হবে। আবার বৃষ্টি নামতে পারে, এমনকি প্রতিপক্ষকে অল্প রানে গুটিয়ে দিতে পারি। আমরা কেউই জানি না, তাই পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে  হবে।’
অধিনায়ক বেন স্টোকস এবং কোচ ব্রেন্ডন ম্যাককালাম দায়িত্ব নেয়ার পর থেকে অপ্ররিরোধ্য হয়ে উঠেছে ইংল্যান্ড। ‘বাজবল’ ফর্মুলায় ১২ ম্যাচের মধ্যে ১০টিতে জিতেছে ইংল্যান্ড। ছন্দে থাকা ইংল্যান্ডকে হারানো যেকোন দলের জন্য কঠিন বলে মনে করেন এন্ডারসন, ‘আপনি যদি আমাদের দলটা দেখেন, আমরা যদি আমাদের সেরা পারফরমেন্স ও সামর্থ্য  দিয়ে খেলি, আমার মনে হয় না কেউ আমাদের সাথে লড়াই করতে পারবে। আমি মনে করি, আমরা জিততে পারি।
টেস্ট ক্যারিয়ারে ১৭৯ ম্যাচে পেসারদের মধ্যে সর্বোচ্চ  ৬৮৫ উইকেটের মালিক  এন্ডারসন।  আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে বোলিং  তালিকায় দ্বিতীয়স্থানে আছেন তিনি।