বাসস
  ২১ মে ২০২৩, ২০:০০

এখনো শিরোপা জয় সম্ভব মনে করছেন বায়ার্ন অধিনায়ক মুলার 

বার্লিন, ২১ মে ২০২৩ (বাসস/এএফপি) : বায়ার্ন মিউনিখের অধিনায়ক থমাস মুলার বলেছেন, তার দল এখনো শিরোপার দৌঁড় থেকে ছিটকে যায়নি। গতকাল আরবি লিপজিগের কাছে বায়ার্ন নিজেদের মাঠে ৩-১ গোলে পরাজিত হওয়ায় শিরোপা জয়ের পথ খুলে গেছে বরুশিয়া ডর্টমুন্ডের জন্য। 
এখন অসবার্গের বিপক্ষে রোববার রাতের ম্যাচে জয় পেলেই টেবিল টপার বায়ার্নের চেয়ে ২ পয়েন্টে এগিয়ে যাবে ডর্টমুন্ড। তবে ৩৩ বছর বয়সি মুলারের দৃঢ়বিশ্বাস, তার দল প্রতিদ্বন্দ্বিতায় ফিরে আসবে।  
জার্মানি স্কাই স্পোর্টসকে মুলার বলেন,‘ অবশ্যই, এখনো আমাদের চ্যাম্পিয়ন হবার সুযোগ আছে। ডর্টমুন্ডের এখনো দুটি ম্যাচে জয়লাভ করতে হবে। দেখা যাক কি হয়। যখন আমরা একক  ফেভারিট ছিলাম না তখনো বেশ কয়েকটি চ্যাম্পিয়নশিপ শিরোপা জয় করেছি। এখনো সুযোগ আছে।’
জুনিয়র দল থেকে উঠে আসা মুলার মিউনিখের হয়ে ১১টি শিরোপা জয় করেছেন। এদের মধ্যে টানা ১০টি শিরোপাও রয়েছে। বায়ার্ন অধিনায়ক বলেন,‘ আগে তারা দুটি ম্যাচেই জয়লাভ করুক। আমি প্রথমে সেটি দেখি। তারা যদি সেটি পারে, তাহলে আমি অবশ্যই অভিনন্দন জানাব। তবে এর আগমুহুর্ত পর্যন্ত আমাদের দলবদ্ধ হয়ে থাকতে হবে এবং আগামী সপ্তাহের ম্যাচ থেকে পুরো তিন পয়েন্ট আদায়ের জন্য যা করার দরকার, তার সবটুকুই করতে হবে।’
বায়ার্নের কোচ থমাস টাচেল বলেন,‘ এই মৌসুমটি এখনো শেষ হয়ে যায়নি’। তবে নিজের শিষ্যরা খুব একটা ভালো খেলছেনা বলেও জানান তিনি। টাচেল বলেন,‘ যখন আপনি নিজের মানের নিচে নেমে খেলবেন, তখন জয় পাওয়া কঠিন হবে।’