সংরক্ষিত ১৮৫ বছরের বন মহিষের শিং নওগাঁর পাহাড়পুর যাদুঘরে হস্তান্তর

বাসস
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১৬:৩৯ আপডেট: : ৩১ জুলাই ২০২৫, ১৬:৫৫
বৃহস্পতিবার প্রায় ১৮৫ বছরের সংরক্ষিত একটি বন মহিষের শিংসহ মাথার করোটি নওগাঁর ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার যাদুঘরে হস্তান্তর করা হয়। ছবি : বাসস

নওগাঁ, ৩১ জুলাই, ২০২৫ (বাসস) : প্রায় ১৮৫ বছরের সংরক্ষিত একটি বন মহিষের শিংসহ মাথার করোটি নওগাঁর ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার যাদুঘরে আজ হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নওগাঁ শহরের কালিতলা মহল্লার অধ্যাপক (অব:) ফজলুল হক নওগাঁর পাহাড়পুর যাদুঘরের কাস্টোডিয়ান ফজলুল করিমের নিকট এটি হস্তান্তর করেন।

অধ্যাপক (অব:) ফজলুল হক জানান, নওগাঁর দুবলহারিট রাজা রায় বাহাদুর হরনাথ রায় চৌধুরী সিলেটে জমিদারী ক্রয় করার পর তিনি তাঁর বিস্তৃত জমিদারী পরিদর্শন করার জন্য সিলেট যান। সেখানে তিনি অন্যান্য প্রাণীর সাথে একটি বন মহিষ শিকার করেন। সিলেটে কিছুদিন থাকার পর তিনি দুবলহাট রাজপ্রাসাদে ফিরে আসার সময় শিকার করা বিভিন্ন প্রাণীর মাথার করোটি সাথে নিয়ে আসেন। সাথে নিয়ে আসেন এই বন মহিষটির মাথার করোটিও। পরবর্তীতে ১৮৯১ সালে তিনি প্রয়াত হলে তার স্থলে তার পুত্র রাজা কৃঙ্করীনাথ রায় চৌধুরী জমিদারী প্রাপ্ত হন।

তিনি আরো জানান, দুবলহাটির শিকারপুরের শৈলকোপা গ্রামের জোতদার সাকিম উদ্দীন শেখের সাথে রাজা কৃঙ্করীনাথ রায় চৌধুরীর ঘনিষ্ঠতা ছিল। সেই ঘনিষ্ঠতার সুবাদে রাজা কৃঙ্করীনাথ রায় চৌধুরী ১৯৩৫ সালের দিকে এই বন মহিষটির মাথার করোটি তার ঘনিষ্টতম বাল্যবন্ধু সাকিম উদ্দীন শেখকে উপহার স্বরুপ দিয়েছিলেন। সাকিম উদ্দীন শেখের মৃত্যুর পর তার পুত্র আব্দুল গনি শেখ মহিষের মাথাটি সংরক্ষন করছিলেন। আব্দুল গনি শেখের মৃত্যু পর তার পুত্র অধ্যাপক ফজলুল হক মাথাটি তার সংগ্রহে রেখেছিলেন।

পাহাড়পুর বৌদ্ধবিহার যাদুঘরের কাষ্টোডিয়ান ফজলুল করিম আরজু বলেন, এই মহিষের করোটিটি আমাদের জন্য একটি প্রাপ্তি হল। এটি যাদুঘরের সংরক্ষণ করা হবে। দর্শনার্থীরা এটি দেখে অতীত ইতিহাস জানবে। 

এ ধরনর কোন বস্তু, পুরাকীর্তি নিদর্শন কারো কাছে থাকলে সেগুলো পাহাড়পুর যাদুঘরে হস্তান্তর করার আহবান জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হবিগঞ্জ সাব স্টেশনে বিস্ফোরণ, ১৫ ঘণ্টা পর বিদুৎ সরবরাহ স্বাভাবিক
বিশ্ব বাণিজ্য পুনর্গঠনে ট্রাম্পের কঠোর পদক্ষেপ
গলদা চিংড়ি উৎপাদনে বাগেরহাট প্রথম
রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহতের সংখ্যা বেড়ে ২৬
চাঁদপুরে ‘রিমেম্বার দ্য হিরোস’ কর্মসূচিতে ছাত্রলীগের হামলা
নির্বাচন কমিশনে আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে এবি পার্টি
২ আগস্ট/৩৩ জুলাই : ৩ আগস্ট সারাদেশে বিক্ষোভ, ৪ আগস্ট থেকে ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ঘোষণা
ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলা ‘ন্যক্কারজনক’: ট্রাম্প
হোয়াইট হাউসে ২০০ মিলিয়ন ডলারে বলরুম নির্মাণের পরিকল্পনা ট্রাম্পের
যৌথ বাহিনী অভিযানে এক সপ্তাহে সারাদেশে আটক ২৮৮ জন
১০