বাসস
  ০১ নভেম্বর ২০২৩, ১৯:৩৩

নতুন মজুরি প্রস্তাব দেবে পোশাকশিল্প মালিকরা

ঢাকা, ১ নভেম্বর, ২০২৩ (বাসস) : তৈরি পোশাক শিল্পের মালিকপক্ষ নতুন মজুরি প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।  
নিম্নতম মজুরি বোর্ডের পঞ্চম সভা শেষে আজ বুধবার বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লা সাংবাদিকদের বলেন, চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে মালিকপক্ষ নতুন মজুরি প্রস্তাব দেবে। এছাড়া মজুরি কাঠামোর প্রথম ও দ্বিতীয় গ্রেড বাদ দিতে শ্রমিক ও মালিক উভয় পক্ষই রাজি হয়েছে।
তিনি আরও বলেন, চলতি মাসের মাঝামাঝি সময়ে মজুরি চূড়ান্ত হবে। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো কার্যকর হবে।
রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে আজ লিয়াকত আলী মোল্লার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন মালিক পক্ষের প্রতিনিধি সিদ্দিকুর রহমান ও শ্রমিক পক্ষের প্রতিনিধি সিরাজুল ইসলাম, মালিকপক্ষের স্থায়ী প্রতিনিধি মকসুদ বেলাল সিদ্দিকী, শ্রমিক পক্ষের স্থায়ী প্রতিনিধি সুলতান আহম্মদ এবং নিরপেক্ষ প্রতিনিধি কামাল উদ্দিন।
সভাশেষে মালিক পক্ষের প্রতিনিধি সিদ্দিকুর রহমান বলেন, ‘আমরা মজুরি প্রস্তাব বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আগামী সপ্তাহে আমরা নতুন আরেকটি প্রস্তাব দেব।’ শ্রমিক পক্ষের প্রতিনিধি সিরাজুল ইসলাম জানান, মজুরি বোর্ডের পরের সভায় মজুরি চূড়ান্ত হবে।