শিরোনাম
ঢাকা, ৭ জুলাই, ২০২৪ (বাসস) : সদ্যসমাপ্ত ২০২৩-২৪ অর্থবছরের শেষ মাস জুনে সার্বিক মূল্যস্ফীতি কমে ৯ দশমিক ৭২ শতাংশে নেমে এসেছে। যা মে মাসে ছিল ৯ দশমিক ৮৯ শতাংশ।
আজ রোববার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
জুন মাসে সার্বিক মূল্যস্ফীতি, খাদ্যদ্রব্যের মূল্যস্ফীতি ও খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি সব সূচকেই জুনের পরিস্থিতি ভালো ছিল। জুন মাসে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১০ দশমিক ৪২ শতাংশে, যা মে মাসে ছিল ১০ দশমিক ৭৬ শতাংশ।
অন্যদিকে খাদ্য বহির্ভূত পণ্যে জুনের মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক ১৫ শতাংশে, যা মে মাসে ছিল ৯ দশমিক ১৯ শতাংশ।