শিরোনাম
ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৪ (বাসস) : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান আজ বলেছেন, করদাতাদের অনলাইনের মাধ্যমে তাদের আয়কর রিটার্ন জমা দিতে উদ্বুদ্ধ করতে ব্যাপক প্রচারণা চালাচ্ছে রাজস্ব বোর্ড ।
তিনি বলেন, ‘রিটার্ন জমা দেওয়ার পরে করদাতারা তাৎক্ষণিকভাবে তাদের প্রাপ্তিস্বীকার স্লিপ এবং সার্টিফিকেট পেতে পারেন।’
আজ বিকেলে রাজধানীর আগারগাঁওস্থ এনবিআর ভবনে এক সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান এসব কথা বলেন।
তিনি বলেন, অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করার জন্য কোনও নথি জমা বা আপলোড করার দরকার নেই। যে কেউ কোনও নথি ছাড়াই ই-রিটার্ন জমা দিতে পারে।
তিনি আরও বলেন, ‘ব্যবসা সহজতার করার জন্য ই-রিটার্নের সাথে কোন নথি প্রদানের প্রয়োজন নেই।’
এনবিআর চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) সচিব রহমান বলেছেন, ই-রিটার্ন জমা দেওয়ার সুবিধা হচ্ছে করদাতাদের তাদের আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য কর অফিসে যাওয়ার দরকার নেই।
‘আমরা করদাতাদের কর অফিসে না আসতে এবং এইভাবে সহজে এবং কোনো খরচ ছাড়াই তাদের রিটার্ন (অনলাইনের মাধ্যমে) জমা দেওয়ার সুবিধা দিতে এবং উৎসাহিত করতে চাই। এটা খুবই সহজ..।’
শতাংশের ভিত্তিতে অনলাইনে কর পরিশোধ না করার জন্য এনবিআর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছে বলে উল্লেখ করে তিনি বলেন,‘আমরা সমস্যাটি সমাধান করার চেষ্টা করব।’
এনবিআর চেয়ারম্যান বলেন, অনলাইনের মাধ্যমে করপোরেট ট্যাক্স রিটার্ন দাখিল সফল করতে তারা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন, ‘আমাদের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে- আমাদের কর দাতাদের কর অফিসে আসা কমানো এবং ধীরে ধীরে শূন্যে নামিয়ে আনা।’
এনবিআর ক্রমান্বয়ে অনলাইনের মাধ্যমে কর দাতাদের প্রয়োজনীয় সকল কিছু নিশ্চিত করতে এবং একটি স্বয়ংক্রিয় পরিবেশ তৈরি করতে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
রহমান বলেন, তার রাজস্ব বোর্ডের প্রধান কাজ হলো ফাঁকি দেওয়া রাজস্ব জাতীয় কোষাগারে আনা।
তিনি আরও বলেন, ‘এটি আসলে আমাদের প্রধান কাজ, অবশ্যই আমরা সেই লক্ষ্যেই কাজ করছি।’