বাসস
  ২৪ অক্টোবর ২০২৪, ২১:০১

সরকার পরিশোধিত,অপরিশোধিত তেল ও এক কার্গো এলএনজি সংগ্রহ করবে

ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৪ (বাসস): সরকার পরিশোধিত জ্বালানি তেল, অপরিশোধিত তেল এবং এক কার্গো এলএনজি সংগ্রহের জন্য পৃথক তিনটি প্রস্তাব আজ নীতিগতভাবে অনুমোদন করেছে।

আজ অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত চলতি বছরের অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির ৬ষ্ঠ সভায় এ অনুমোদন দেয়া হয়। 

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দুটি পৃথক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে পেট্রোবাংলা ২০২৫ ক্যালেন্ডার বছরের জন্য সরাসরি সংগ্রহ পদ্ধতির (ডিপিএম) অধীনে পরিশোধিত জ্বালানি তেল এবং অপরিশোধিত তেল সংগ্রহ করবে।

এছাড়া, আরেকটি প্রস্তাবে, গ্যাসের জরুরি চাহিদা মেটাতে পেট্রোবাংলা ডিপিএম পদ্ধতিতে স্পট মার্কেট থেকে এক কার্গো এলএনজি সংগ্রহ করবে।