শিরোনাম
ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৪ (বাসস) : ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) খুলনা শাখা কাউন্সিল (কেবিসি) আজ খুলনার সিএমএ ভবনে ‘ক্যাম্পাস টু কর্পোরেট’ শীর্ষক এক বিশেষ গ্রুমিং সেশন আয়োজন করেছে।
সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিএমএবি’র সচিব ও হোসাফ গ্রুপের গ্রুপ সিওও এস.এম. জহির উদ্দিন হায়দার এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইসিএমএবি’র স্টুডেন্টস অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এছাড়াও, আইসিএমএবি’র কাউন্সিল মেম্বার ও এডিসন লজিস্টিকস লিমিটেডের সিইও মো. মাকসুদুর রহমান আলোচক হিসেবে অংশগ্রহণ করেন।
খুলনা শাখা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজিজুর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন খুলনা শাখা পরিষদের চেয়ারম্যান কে এম নেয়ামুল হক।