শিরোনাম
মুন্সীগঞ্জ, ২৮ অক্টোবর, ২০২৪ (বাসস ) : জেলার বিভিন্ন বাজারে শাক সবজির মূল্য কমতে শুরু করেছে। গত এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের শাক সবজির বিক্রয় মূল্য কেজি প্রতি ২০ থেকে ৫০ টাকা কমেছে। শীতের শাক সবজি আগামী দুসপ্তাহের মধ্যে বাজারে চলে আসলে মূল্য আরো কমে আসবে । জেলা প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিংয়ে ভেঙ্গে পড়েছে বাজার সিন্ডিকেট ,সুফল পেতে শুরু করেছে ভোক্তারা। প্রান্তিক কৃষক উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে ।
আজ সোমবার সকাল ৬ টায় সরেজমিনে সদর উপজেলার রামপালে ধলাগাঁও আড়েতে গেলে দেখা যায়, প্রান্তিক কৃষক উৎপাদিত শাক সবজি বিক্রির জন্য পাইকারী আড়েতে নিয়ে আসছে। আড়ৎদার আব্দুল আহাদ দেওয়ান বাসস কে জানান , বাজার সিন্ডিকেট না থাকায় কৃষক উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে । প্রতিদিন ধলাগাঁও আড়েতে প্রায় ২০ মণ শাক সবজি পাইকারী বিক্রি হয়। এ সব পণ্য যাবে নারায়নগঞ্জ ্এবং ঢাকার বৃহৎ কাঁচা মালের আড়ৎ কারওয়ান বাজারে । মুন্সীগঞ্জ শহরের বাজারে শাক সবজি বিক্রেতা মোঃ নুরুল হক বাসস কে জানান ,এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের শাক সবজির মূল্য কেজি প্রতি ২০ থেকে ৫০ টাকা কমছে। শীতকালীন শাক সবজি বাজারে চলে আসলে আলুসহ সব ধরনের সবজির মূল্য আরো কমে আসবে।
তিনি জানান, সবজি ধুনধল প্রতি কেজি ৭৫ টাকা বিক্রি হচ্ছে গত সপ্তাহে এর মূল্য ছিল ৮০থেকে ৯০ টাকা। কহি প্রতি কেজি ৭০ টাকা গত সপ্তাহে এর মূল্য ছিল ১০০ টাকা । গত সপ্তাহে শিমের মূল্য ছিল ২৪০ টাকা বর্তমানে প্রতি কেজি ১৬০ টাকায়া বিক্রি হচ্ছে, ফুল কপি ৬০থেকে ৭০ টাকা গত সপ্তাহে এর মূল্য ছিল ৯০ থেকে ১০০ টাকা , কালো বেগুন প্রতি কেজি ৮০ টাকা গত সপ্তাহে এর মূল্য ছিল ১২০ টাকা । ১০০ থেকে ১২০ টাকার লাউ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৭০ টাকা । পটল বিক্রি হচ্ছে ৬০ টাকা গত সপ্তাহে এর মূল্য ছিল ৮০ থেকে ৮৫ টাকা। লাল শাক কেজি ৩০ টাকা, পুই শাক আটি ৪০ টাকা বিক্রি হচ্ছে ।সবজি বিক্রেতা মোঃ জাহাঙ্গীর জানান আলুর বিক্রয় মূল্য গত এক সপ্তাহে কেজি প্রতি ২০ টাকা কমে এখন প্রতি কেজি ৬০ টাকা বিক্রি হচ্ছে ।আলুর মৌসুম শেষের দিকে থাকায় হিমাগার থেকে সরবরাহ কমে যাওয়ায় বাজার মূল্য বৃদ্ধি পেয়েছে। শীতকালীন শাক সবজি বাজারে আসতে শুরু করলে আলুর বাজার মূল্য কমে আসবে ।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপ- পরিচালক বিপ্লব কুমার মোহন্ত জানান ,চলতি মৌসুমে জেলায় ৪ হাজার ৯০৭ হেক্টর জমিতে শীতকালীন শাক সবজি আবাদের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সদরে ৯৭৪ হেক্টর , টংগিবাড়ীতে ৫ শত হেক্টর , শ্রীনগরে ৬৭০ হেক্টর , সিরাজদিখানে ১ হাজার ৬১০ হেক্টর , লৌহজেং ৪২০ হেক্টর , গজারিয়ায় ৭৩৩ হেক্টর জমিতে শীতকালীন শাক সবজি আবাদের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে। সম্প্রতিক ঘূর্ণিঝড় দানার প্রভাবে বৃষ্টিতে শীতকালীন সবজির চারা ক্ষতিগ্রস্ত হওয়ায় শীতকালীন সবজি বাজারে আসতে বিলম্ব হচ্ছে।আগামী ১৫/২০ দিনের মধ্যে শীতকালীন সবজি বাজারে চলে আসলে সবজির বাজার মূল্য আরো কমে আসবে।