শিরোনাম
ঢাকা, ২৮ অক্টোবর, ২০২৪ (বাসস) : বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য নিরাপদ স্থান উল্লেখ করে বস্ত্র ও পাট এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীদের এদেশের বস্ত্র ও পাট এবং জাহাজ শিল্পে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।
আজ সোমবার তার কার্যালয়ে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারী প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতকালে তিনি এ আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব দেলোয়ারা।
এম সাখাওয়াত হোসেন বলেন, বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া উভয় দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের। কোরিয়া এদেশের অন্যতম উন্নয়ন অংশীদার। কোরিয়ার সঙ্গে সংশ্লিষ্ট একাধিক প্রকল্প মন্ত্রণালয়ে চলমান রয়েছে। দেশের বিভিন্ন খাতে কোরিয়ার অনেক মানুষ কাজ করছে।
তিনি বলেন, ‘আমরা পিপিপি ও দীর্ঘমেয়াদি লীজের মাধ্যমে বন্ধ হয়ে থাকা মিলগুলোকে উৎপাদনে নিতে চাচ্ছি। গতকাল প্রাণ গ্রুপকে লীজের মাধ্যমে দুটি মিল হস্তান্তর করেছি।
প্রাথমিকভাবে ৩০ বছরের জন্য দিলেও পরে সময়সীমা বৃদ্ধি করার সুযোগ থাকে। প্রতিটি মিলের যোগাযোগ ব্যবস্থা ভালো। বিনিয়োগকারীর জন্য লীজ প্রক্রিয়ায় অংশগ্রহণের প্রক্রিয়া উন্মুক্ত।’
এছাড়া নৌখাতে বিশেষ করে ডকইয়ার্ড ও জাহাজ নির্মাণ শিল্পে অপার সম্ভাবনা রয়েছে। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) বা যৌথ উদ্যোগ নেয়ার মাধ্যমে এখানে বিনিয়োগ করার সুযোগ রয়েছে বলেন উপদেষ্টা।
দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারী প্রতিনিধিদল বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে বলেন, কোরিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সুসম্পর্ক রয়েছে। কোরিয়া বাংলাদেশের অন্যতম পাট আমদানিকারক দেশ।
প্রতিনিধিদল খুলনাতে অবস্থিত মিল সরাসরি পরিদর্শনের আগ্রহ প্রকাশ করে এবং মন্ত্রণালয়ের কাছে এ বিষয়ে সহযোগিতা চান।
এসময় বস্ত্র ও পাট উপদেষ্টা সভায় উপস্থিত মন্ত্রণালয়ের সচিবকে পরিদর্শনের ব্যাপারে সার্বিক সহযোগিতার নির্দেশ দেন।