শিরোনাম
ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৪ (বাসস) : অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আজ বলেছেন- যে শ্রেণীবদ্ধ ঋণ বা খেলাপি ঋণ (এনপিএল) আদায়ের গতি ত্বরান্বিত করতে অর্থ ঋণ আদালত আরও সক্রিয় করা হবে।
এ বিষয়ে হাইকোর্টে করা রিট আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
আজ সচিবালয়ের অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা এ কথা বলেন।
তিনি বলেন- হাইকোর্টে রিট পিটিশনগুলো নিষ্পত্তি করার জন্য দু’টি পৃথক বেঞ্চ রয়েছে, যেখানে তিনি ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সঙ্গে কথা বলেছেন, যাতে এ বেঞ্চগুলো আগামী তিনমাস শুধু রিট পিটিশনগুলো পরিচালনা করে।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক বলেন, খুব শিগগিরই ব্যাংকের গ্রাহকদের বিশ্বাস ও আস্থা ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হবে।
এ সময় অর্থ বিভাগের সচিব খায়েরুজ্জামান মজুমদার, এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান, ইআরডি সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী উপস্থিত ছিলেন।