শিরোনাম
ঢাকা, ২০ নভেম্বর, ২০২৪ (বাসস): বাজার মূল্য নিয়ন্ত্রণে আনতে রাষ্ট্র পরিচালিত ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) নিয়মিত পণ্যের পাশাপাশি প্রতি কেজি আলু ৪০ টাকা দরে বিক্রি শুরু করেছে। আজ রাজধানীর কারওয়ান বাজার এলাকায় টিসিবি কার্যালয়ের সামনে ট্রাকে করে টিসিবি’র অন্যান্য পণ্যের পাশাপাশি আলু বিক্রির কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এ উদ্যোগের আওতায় ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে ৫০ টি ট্রাক থেকে আলু বিক্রি করা হবে।
প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন শেষে বাণিজ্য উপদেষ্টা বলেন, পবিত্র রমজান মাসকে সামনে রেখে সরকার প্রায় এক কোটি পরিবারের মধ্যে টিসিবি’র পন্য পৌছানোর পাশাপাশি টিসিবি’র পন্যসামপ্রী বাড়ানোর লক্ষ্যে সমন্বিতভাবে কাজ করছে। তিনি বলেন, সরকার আলোচনা সাপেক্ষে পণ্য ক্রয়ের ক্ষেত্রে অর্থ সাশ্রয় করে, বিভিন্ন এলাকায় টিসিবির বিক্রয় সামগ্রী বৃদ্ধি এবং আরো বেশি মানুষের কাছে পৌছানোর চেষ্টা করছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আগামী দিনগুলিতে তাদের মাঠ পর্যায়ের কার্যক্রম আরো বৃদ্ধি করবে বলে তিনি জানিয়েছেন।
বশির বলেন, ‘আমরা যত দ্রুত সম্ভব সরবরাহ ব্যবস্থার সমস্যাবলী সমাধানের চেষ্টা করছি। আমরা চিনি, ভোজ্যতেল এবং খেজুরের উপর শুল্ক দ্রুততার সাথে কমিয়ে দিয়েছি।’ তিনি জানান, সরকার ইতিমধ্যে প্রায় ২০ কোটি পিস ডিম আমদানির অনুমোদন দিয়েছে। এছাড়াও আলু ও চাল আমদানি করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা যদি বাজারে সরবরাহের দিকটি আরও সহজ করতে পারি এবং পরিমাণ বাড়াতে পারি, তবে আমি আশা করি- খুব শীঘ্রই বাজারে দামের স্থিতিশীলতা ফিরে আসবে।’ বাণিজ্য উপদেষ্টা এ ব্যাপারে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করে বলেন, ‘সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা বাজারে স্বস্তি ফিরিয়ে আনতে পারব।’ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অন্যান্য পণ্যের পাশাপাশি আলু বিক্রির জন্য টিসিবি’র কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব মো. সেলিম উদ্দিন।
এদিকে টিসিবি জানিায়েছে, প্রত্যেক গ্রাহক সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবে। চট্টগ্রাম অঞ্চলে ২০ টি ট্রাক এবং ঢাকায় ৫০ টি ট্রাকের মাধ্যমে কম দামে পণ্য বিক্রি করবে টিসিবি।