বাসস
  ২১ নভেম্বর ২০২৪, ২৩:৩০
আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ০৮:৩১

ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এলএনজি, সার ও চাল সংগ্রহ করবে সরকার

ঢাকা, ২১ নভেম্বর, ২০২৪ (বাসস) : দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সরকার আজ দুই কার্গো এলএনজি, ২ লাখ ৩০ হাজার মেট্রিক টন সার এবং ৫০ হাজার মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল সংগ্রহের জন্য পৃথক প্রস্তাব  অনুমোদন দিয়েছে।

আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে চলতি বছরের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ (এসিসিজিপি) কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, পেট্রোবাংলা আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে সিঙ্গাপুরের মেসার্স ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেড থেকে প্রায় ৬৮৬ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে এক কার্গো এলএনজি ক্রয় করবে। প্রতি একক এলএনজির মূল্য হবে ১৪.৫৫ মার্কিন ডলার।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অপর এক প্রস্তাবের ভিত্তিতে পেট্রোবাংলা আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে সিঙ্গাপুরের মেসার্স ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেড থেকে প্রায় ৬৮০ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে এক কার্গো এলএনজি ক্রয় করবে। যার প্রতি একক এলএনজির দাম হবে ১৪.৪২ মার্কিন ডলার।

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির অধীনে রাশিয়ার জেএসসি ফরেন ইকোনমিক কর্পোরেশন ‘প্রডিনট্রগ’ থেকে ১০৪ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে ৩০ হাজার মেট্রিক টন এমওপি সার সংগ্রহ করবে। প্রতি মেট্রিক টন সারের দাম ২৮৯.৭৫ মার্কিন ডলার।

এছাড়াও বিএডিসি রাষ্ট্রীয় চুক্তির অধীনে কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশন থেকে ১৩৯ কোটি ৮ লাখ টাকা ব্যয়ে ৪০ হাজার মেট্রিক টন এমওপি সার কিনবে।

রাষ্ট্রীয় পর্যায়ে অপর এক  চুক্তির অধীনে বিএডিসি কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশন থেকে ১৩৯ কোটি ৮ লাখ টাকা ব্যয়ে আরো ৪০ হাজার মেট্রিক টন এমওপি সার ক্রয় করবে।

এছাড়াও বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)  ৯০ হাজার মেট্রিক টন বাল্ক দানাদার ইউরিয়া সার এবং ৩০ হাজার মেট্রিক টন বাল্ক প্রিল্ড ইউরিয়া সার সংগ্রহ করবে।

বিসিআইসি সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেড থেকে প্রায় ১২৮ কোটি ৯৯ লাখ টাকা ব্যয়ে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক দানাদার ইউরিয়া সার ক্রয় করবে।

বিসিআইসি প্রায় ১২৮ কোটি ৯৯ লাখ টাকা ব্যয়ে কাতার এনার্জি থেকে আরো ৩০ হাজার মেট্রিক টন বাল্ক দানাদার ইউরিয়া সার ক্রয় করবে।

বিসিআইসি সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি লিমিটেড থেকে প্রায় ১৩১ কোটি ৪০ লাখ টাকায় ৩০ হাজার মেট্রিক টন বাল্ক প্রিল্ড ইউরিয়া সার আমদানি করবে।

বিসিআইসি সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি লিমিটেড থেকে আরো প্রায় ১২৮ কোটি ৯৯ লাখ টাকায় ৩০ হাজার মেট্রিক টন বাল্ক দানাদার ইউরিয়া সার সংগ্রহ করবে।

খাদ্য অধিদপ্তর আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারতের মেসার্স এসএইএল এগ্রি কমোডিটিস লিমিটেড থেকে  ২৮২ কোটি ৯৬ লাখ টাকায় ৫০ হাজার মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল সংগ্রহ করবে।

সভায় ২৮ হাজার ৮০০ যুবক-যুবতীকে একটি প্রকল্পের আওতায় প্রশিক্ষণ প্রদানের জন্য প্রায় ২৯৭ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে প্রশিক্ষণ প্রতিষ্ঠান হিসেবে ঢাকার ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডকে নিয়োগের প্রস্তাব অনুমোদন করা হয়।

এছাড়া ক্রয় কমিটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দুটি প্রস্তাব অনুমোদন করেছে।