বাসস
  ০২ ডিসেম্বর ২০২৪, ১৯:২৪

শ্রম শিল্পের অস্থিরতার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে : শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা

ফাইল ছবি

ঢাকা, ২ ডিসেম্বর, ২০২৪ (বাসস) :  শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, কলকারখানা ও শ্রম শিল্পে অস্থিরতার সাথে মালিক কিংবা শ্রমিক যে-ই জড়িত থাকুক তাকেই আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে।

রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সভা কক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা, বিজিএমইএ এর প্রশাসক, গার্মেন্টস মালিক পক্ষ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণের সমন্বয়ে গঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, কলকারখানা ও শ্রম শিল্পে দুর্বৃত্তায়ন বন্ধে সরকার বদ্ধপরিকর। অস্থিরতার সাথে জড়িত সকলের বিরুদ্ধে কঠিন আইনগত ব্যবস্থা গ্রহণ করে শাস্তির আওতায় আনা হবে।

তিনি আরো বলেন, শ্রমঘন এলাকায় অস্থিরতা নিরসনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাথে বাণিজ্য মন্ত্রণালয়, বিজিএমইএ, ট্যুরিস্ট পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী এক সাথে কাজ করছে।