শিরোনাম
ঢাকা, ৫ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : বন্ড এবং ডিউটি ড্র-ব্যাক সুবিধার আওতায় রপ্তানিকারকরা সিনথেটিক উপকরণ এবং কাপড়ের মিশ্রণে তৈরি জুতা এবং ব্যাগ রপ্তানির ক্ষেত্রে নগদ প্রণোদনা পাবেন। বাংলাদেশ ব্যাংক আজ এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে।
বিজ্ঞপ্তি অনুসারে, ২০২৪ সালের ১ ফেব্রুয়ারি থেকে একই বছরের ৩০ জুন পর্যন্ত জাহাজিকৃত পণ্যের ক্ষেত্রে ৩ শতাংশ নগদ সহায়তা প্রদান করবে সরকার।
এছাড়াও সরকার ২০২৪ সালের ১ জুলাই থেকে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত জাহাজিকৃত পণ্যের ক্ষেত্রে ২ শতাংশ নগদ প্রণোদনা দেবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বন্ড সুবিধার অধীনে সিনথেটিক-ফ্যাব্রিক্সের মিশ্রণে তৈরি জুতা এবং ব্যাগ রপ্তানির জন্য সংশ্লিষ্ট সার্কুলারের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।