কানাডা ও ইন্দোনেশিয়ার মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর

বাসস
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৫

ঢাকা, ২৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): কানাডার সঙ্গে একটি দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তিতে সই করেছে ইন্দোনেশিয়া।

এটি দক্ষিণ-পূর্ব এশিয়ায় কানাডার সবচেয়ে বড় রপ্তানি বাজারে তাদের ৯৫ শতাংশেরও বেশি পণ্যের শুল্কমুক্তি বা শুল্ক কমানোর লক্ষ্যে করা হয়েছে।

মন্ট্রিল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

কয়েকজন বিশেষজ্ঞ এএফপিকে জানান, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে এই কৌশলগত চুক্তিটি করা হয়েছে।

এটিকে ‘সঠিক সময়ে সঠিক অংশীদারের সঙ্গে সঠিক চুক্তি’ হিসেবে উল্লেখ করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। 

তিনি আরও বলেন, ইন্দোনেশিয়া হচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়ায় তার দেশের সবচেয়ে বড় রপ্তানি বাজার।

বুধবার অটোয়া সফররত ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো এই চুক্তিকে ঐতিহাসিক মুহূর্ত বলে অভিহিত করেন। 
কারণ আসিয়ান সদস্যভুক্ত দেশের সঙ্গে এই ধরনের চুক্তি কানাডার এটিই প্রথম।

তিনি আরও বলেন, ‘আমি খুবই ভাগ্যবান যে আমি এমন প্রেসিডেন্ট, যিনি এই চুক্তি ইন্দোনেশিয়ায় ফিরিয়ে আনতে পারছি’।

উল্লেখ্য, কানাডার রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে গম, পটাশ, কাঠ ও সয়াবিন।

সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (সিইপিএ) কানাডাকে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে তার অবস্থান শক্তিশালী করতে সহায়তা করবে। 

এটি সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সময় ঘোষিত কৌশলগত পরিকল্পনার সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।

এই চুক্তির আওতায় ইন্দোনেশিয়ার ৯০ শতাংশেরও বেশি আমদানি পণ্যের ওপর থেকে শুল্ক তুলে নেওয়া হবে। যা উত্তর আমেরিকার বাজারে দেশটির পোশাক ও চামড়াজাত পণ্য রপ্তানি আরও সহজ করবে।

একই সময়ে দু’দেশের মধ্যে একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিও হয়েছে। যার মাধ্যমে সামরিক প্রশিক্ষণ, সামুদ্রিক নিরাপত্তা, সাইবার প্রতিরক্ষা ও শান্তিরক্ষা বিষয়ক সহযোগিতা আরও জোরদার হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিসেম্বর পর্যন্ত কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের অনুরোধ কৃষি উপদেষ্টার
ভাষাসৈনিক অধ্যাপক শাহেদ আলীর জন্মশতবর্ষ  উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা
ত্রি-মাত্রিক বৈশ্বিক সংকট মোকাবিলায় পর্যাপ্ত অর্থায়নের আহ্বান বাংলাদেশের
তফসিলকে স্বাগত জানিয়ে গোপালগঞ্জে বিএনপি’র আনন্দ মিছিল
নরসিংদীতে হানাদার মুক্ত দিবস পালিত
ঢাকা বিমানবন্দরে বিপুল পরিমাণ স্পাই ডিভাইসসহ আটক ২
দেশের মানুষ গণতন্ত্রের সু-বাতাস পাওয়া শুরু করেছে : সুলতান সালাউদ্দিন টুকু
নির্বাচনী কর্মকর্তার কাছে সরাসরি মনোনয়নপত্র দাখিল করতে হবে প্রার্থীদের
বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে ৩ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
কিছুদিন পরে হয়তো বলবে তারাই একমাত্র মুক্তিযোদ্ধা : সালাহউদ্দিন
১০