জার্মানিকে ১.২ বিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

বাসস
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৩৫

ঢাকা, ২৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): ন্যাটো মিত্র জার্মানির কাছে ৪০০টি উন্নতমানের আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ও সংশ্লিষ্ট সরঞ্জাম ১.২৩ বিলিয়ন ডলারে বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।

মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা (ডিএসসিএ) এক বিবৃতিতে জানিয়েছে, প্রস্তাবিত এই বিক্রি জার্মানির সক্ষমতাকে বর্তমান ও ভবিষ্যতের হুমকি মোকাবেলায় আরো কার্যকর করবে। এটি জার্মান এফ-৩৫ প্রোগ্রামের জন্য বর্ধিত এয়ার-টু-এয়ার সক্ষমতা প্রদান করবে এবং জার্মানি ও যৌথ ন্যাটো পরিকল্পনা, প্রশিক্ষণ ও কার্যক্রমের চাহিদা পূরণে সহায়তা করবে। 

বিবৃতিতে আরো বলা হয়েছে, এই বিক্রি ইউরোপে রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতির শক্তি হিসেবে থাকা একটি ন্যাটো মিত্রের নিরাপত্তা উন্নয়নের মাধ্যমে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্য পূরণেও সহায়ক হবে।

মার্কিন পররাষ্ট্র দফতর সম্ভাব্য ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে এবং ডিএসসিএ বিষয়টি নিয়ে কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে। কংগ্রেসকে এখন লেনদেনটি চূড়ান্তভাবে অনুমোদন করতে হবে।

মার্কিন এই ঘোষণা জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের সাম্প্রতিক মন্তব্যের পর এসেছে। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, রাশিয়ার আকাশসীমা লঙ্ঘন ও অন্যান্য সামরিক হামলার বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া ন্যাটো সদস্য দেশ পোল্যান্ড ও রোমানিয়ার আকাশসীমায় যুদ্ধবিমান ও ড্রোন পাঠিয়েছে। এরপর ডেনমার্ক ও নরওয়ের বিমানবন্দরের কাছে সন্দেহজনক ড্রোন ওড়ার ঘটনাও ঘটেছে।

ফ্রিডরিখ মের্জের সরকার জার্মানির সামরিক ও শিল্প স্থাপনায় একাধিক ড্রোন দেখার ঘটনার জন্যও মস্কোকে দায়ী করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আইসিই’র অভিযানে গ্রেফতার মার্কিন নাগরিকের ৫০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি 
ইসরাইলি হামলায় সানায় নিহত ৯, আহত ১৭০ 
বাংলাদেশ ও ওমানের মধ্যে কূটনৈতিক প্রশিক্ষণে সমঝোতা স্মারক সই
নেতানিয়াহু জাতিসংঘে প্রতিবাদী ভাষণ দেবেন
ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন
রংপুরে পিকআপে ট্রাকের ধাক্কা, মা-ছেলেসহ নিহত ৩
বায়োটেকনোলজি নির্ভর ভবিষ্যতের পথে বাংলাদেশ : শিক্ষা উপদেষ্টা
বগুড়ায় ১০৪ মণ্ডপ অতি ঝুঁকিপূর্ণ, থাকবে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা
রাজশাহী মহানগর ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৩
১০