জার্মানিকে ১.২ বিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

বাসস
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৩৫

ঢাকা, ২৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): ন্যাটো মিত্র জার্মানির কাছে ৪০০টি উন্নতমানের আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ও সংশ্লিষ্ট সরঞ্জাম ১.২৩ বিলিয়ন ডলারে বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।

মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা (ডিএসসিএ) এক বিবৃতিতে জানিয়েছে, প্রস্তাবিত এই বিক্রি জার্মানির সক্ষমতাকে বর্তমান ও ভবিষ্যতের হুমকি মোকাবেলায় আরো কার্যকর করবে। এটি জার্মান এফ-৩৫ প্রোগ্রামের জন্য বর্ধিত এয়ার-টু-এয়ার সক্ষমতা প্রদান করবে এবং জার্মানি ও যৌথ ন্যাটো পরিকল্পনা, প্রশিক্ষণ ও কার্যক্রমের চাহিদা পূরণে সহায়তা করবে। 

বিবৃতিতে আরো বলা হয়েছে, এই বিক্রি ইউরোপে রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতির শক্তি হিসেবে থাকা একটি ন্যাটো মিত্রের নিরাপত্তা উন্নয়নের মাধ্যমে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্য পূরণেও সহায়ক হবে।

মার্কিন পররাষ্ট্র দফতর সম্ভাব্য ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে এবং ডিএসসিএ বিষয়টি নিয়ে কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে। কংগ্রেসকে এখন লেনদেনটি চূড়ান্তভাবে অনুমোদন করতে হবে।

মার্কিন এই ঘোষণা জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের সাম্প্রতিক মন্তব্যের পর এসেছে। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, রাশিয়ার আকাশসীমা লঙ্ঘন ও অন্যান্য সামরিক হামলার বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া ন্যাটো সদস্য দেশ পোল্যান্ড ও রোমানিয়ার আকাশসীমায় যুদ্ধবিমান ও ড্রোন পাঠিয়েছে। এরপর ডেনমার্ক ও নরওয়ের বিমানবন্দরের কাছে সন্দেহজনক ড্রোন ওড়ার ঘটনাও ঘটেছে।

ফ্রিডরিখ মের্জের সরকার জার্মানির সামরিক ও শিল্প স্থাপনায় একাধিক ড্রোন দেখার ঘটনার জন্যও মস্কোকে দায়ী করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভাষাসৈনিক অধ্যাপক শাহেদ আলীর জন্মশতবর্ষ  উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা
ত্রি-মাত্রিক বৈশ্বিক সংকট মোকাবিলায় পর্যাপ্ত অর্থায়নের আহ্বান বাংলাদেশের
তফসিলকে স্বাগত জানিয়ে গোপালগঞ্জে বিএনপি’র আনন্দ মিছিল
নরসিংদীতে হানাদার মুক্ত দিবস পালিত
ঢাকা বিমানবন্দরে বিপুল পরিমাণ স্পাই ডিভাইসসহ আটক ২
দেশের মানুষ গণতন্ত্রের সু-বাতাস পাওয়া শুরু করেছে : সুলতান সালাউদ্দিন টুকু
নির্বাচনী কর্মকর্তার কাছে সরাসরি মনোনয়নপত্র দাখিল করতে হবে প্রার্থীদের
বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে ৩ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
কিছুদিন পরে হয়তো বলবে তারাই একমাত্র মুক্তিযোদ্ধা : সালাহউদ্দিন
রাজধানীতে রিকশাচালকদের ফ্রি ফার্স্ট এইড কিট বিতরণ
১০