পূজা উপলক্ষে আখাউড়া স্থলবন্দরে ৯ দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে

বাসস
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩৮
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া, ২৭ সেপ্টেম্বর ২০২৫ (বাসস): হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম ৯ দিন বন্ধ থাকবে।

তবে এসময় স্থল শুল্ক স্টেশনের কার্যক্রম ও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে আখাউড়া স্থলবন্দরের মাছ রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী আগামী সোমবার (২৯  সেপ্টেম্বর) থেকে পরবর্তী মঙ্গলবার (৭ অক্টোবর) পর্যন্ত ৯ দিন আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৯ দিন বন্ধের পর ৮ অক্টোবর বুধবার  থেকে আমদানি-রপ্তানিসহ বন্দরের স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।

আখাউড়া স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা ওয়াহিদুজ্জামান খান বলেন, শারদীয় দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে নয় দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও কাস্টমসের কার্যক্রম সচল থাকবে। এসময় যাত্রী সেবা নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি।

আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুস সাত্তার বলেন, পূজা উপলক্ষে ৯ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক থাকবে।

প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে যাত্রী যাতায়াত করতে পারবে।

প্রসঙ্গত, দেশের অন্যতম বৃহৎ ও শতভাগ রপ্তানিমুখী আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় প্রতিদিন মাছ, সিমেন্ট, ভোজ্য তেলসহ বিভিন্ন পণ্য রপ্তানি হয়। এসব পণ্য সেখান থেকে দেশটির উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে সরবরাহ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ই-রিটার্ন ব্যবহারের মাধ্যমে আয়কর প্রদানে এগিয়ে আসার আহ্বান ঢাকা চেম্বারের
পর্যটনের লক্ষ্য শুধু অর্থনৈতিক সমৃদ্ধি নয়, আনন্দেরও উপলক্ষ: বশিরউদ্দীন
কুমিল্লায় দুর্গাপূজা উপলক্ষে ৫ হাজার আনসার-ভিডিপি সদস্য মোতায়েন
জুমের সোনালি ধানে ঘরে ঘরে খুশির বন্যা 
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সিলেটে র‌্যালি ও আলোচনা সভা
সিলেটের কোম্পানীগঞ্জে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু
বৈষম্য ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে সকলকে একযোগে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা
নতুন বাংলাদেশে পুরনো রাজনীতির দিন শেষ : আমির খসরু মাহমুদ চৌধুরী
জলাতঙ্ক রোগ নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতনতা বাড়াতে হবে : মৎস্য উপদেষ্টা
থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭
১০