মালয়েশিয়ায় আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাংলাদেশের অংশগ্রহণ

বাসস
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১৬
মালয়েশিয়ায় আয়োজিত ‘সাবাহ ইনভেস্টমেন্ট অ্যান্ড ট্রেড এক্সপো ২০২৫’ শীর্ষক মেলায় প্রথমবারের মতো অংশ গ্রহণ করেছে বাংলাদেশ। ছবি: পিআইডি

ঢাকা, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : মালয়েশিয়ার সাবাহ প্রদেশের রাজধানী কোটাকিনাবালুতে আয়োজিত ‘সাবাহ ইনভেস্টমেন্ট অ্যান্ড ট্রেড এক্সপো ২০২৫’ শীর্ষক মেলায় প্রথমবারের মতো অংশ গ্রহণ করেছে বাংলাদেশ। 

সাবাহ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে (এসআইসিসি) ২৬-২৮ সেপ্টেম্বর তিন দিনব্যাপী এ মেলার আয়োজক ফেডারেশন অব সাবাহ ইন্ডাস্ট্রিজ (এফএসআই)। 

আজ এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।

গতকাল মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবাহ রাজ্যের ডেপুটি চিফ মিনিস্টার দাতুক শাহেলমে ইয়াহিয়া। উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশ হাইকমিশন এবং বাংলাদেশের প্রসিদ্ধ খাদ্যসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বুথ পরিদর্শন করেন।

বাংলাদেশ প্যাভিলিয়নে বিভিন্ন ধরনের খাদ্য ও পানীয়, পাটজাত পণ্য, চামড়াজাত পণ্য, সিরামিকস সামগ্রী, প্লাস্টিকপণ্য, তৈরি পোশাক এবং অন্যান্য রপ্তানিযোগ্য পণ্য প্রদর্শন করা হয়েছে।

ভারপ্রাপ্ত হ্ইাকমিশনার মোসাম্মত শাহানারা মনিকা বাংলাদেশ বুথে অতিথিবৃন্দকে স্বাগত জানান এবং বুথে প্রদর্শিত বাংলাদেশের বিভিন্ন রপ্তানিযোগ্য পণ্য সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করেন। তিনি সাবাহ রাজ্যে বাংলাদেশের প্রসিদ্ধ পণ্যসামগ্রীর বাজার সম্প্রসারণে রাজ্য সরকারকে সহযোগিতার জন্য অনুরোধ জানান।

দাতুক শাহেলমে ইয়াহিয়া বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার এবং বাংলাদেশের প্রতিষ্ঠানের প্রতিনিধিকে মেলায় অংশগ্রহণের জন্য সম্মাননা সনদ প্রদান করেন।

মেলার দ্বিতীয় দিন ভারপ্রাপ্ত হাইকমিশনার শাহানারা মনিকা ফেডারেশন অব সাবাহ ইন্ডাস্ট্রিজের সভাপতি প্রেসিডেন্ট নাটালি ফাং, সদ্য সাবেক সভাপতি দাতুক রিচার্ড লিম এবং ফেডারেশনের অন্যান্য প্রতিনিধিদের সাথে সভা করেন। 

এছাড়া, তিনি ফেডারেশনকে ব্যবসায়িক প্রতিনিধিদল নিয়ে বাংলাদেশ সফরের অনুরোধ জানালে তারা আগ্রহ প্রকাশ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভারতের কাছে ফাইনালে টাইব্রেকারে পরাজিত বাংলাদেশ
এবাদতের বোলিং নৈপুন্যে বরিশালকে হারাল সিলেট
শিক্ষার্থীদের মেধা যাচাইয়ে ভর্তি পরীক্ষার বিকল্প নেই : জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসি 
চিতলমারীতে পূজামণ্ডপ ঘুরে দেখলেন বিএনপি নেতা
পঞ্চগড়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে র‌্যাবের কড়া নিরাপত্তা 
সেন্টমার্টিন দ্বীপে পর্যটক প্রবেশ কখনো বন্ধ হয়নি : পরিবেশ উপদেষ্টা
নিউইয়র্কে ‘এনআরবি কানেক্ট ডে’ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধান উপদেষ্টা
পিএসজির বিপক্ষে খেলতে পারছেন না রাফিনহা, গার্সিয়া
সাংবাদিকতার মূল ভিত্তি সততা : কাদের গনি চৌধুরী
ফ্যাসিবাদের দালাল গণমাধ্যম টিকে থাকার অধিকার রাখে না : রুহুল কবির রিজভী
১০