বিডা ও জাইকা বিনিয়োগকারীদের জন্য চালু করল একক ডিজিটাল গেটওয়ে ‘বাংলাবিজ’

বাসস
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫৪

ঢাকা, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর যৌথ উদ্যোগে বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন সংস্থাগুলোর সেবা ও বিনিয়োগ সংক্রান্ত তথ্য একত্রিত করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘বাংলাবিজ’।

বিডা, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা), বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ (বিএইচটিপিএ) এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)-এর ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালসমূহকে সংযুক্ত করা হয়েছে বাংলাবিজ পোর্টালে। এছাড়াও, বাংলাবিজ’র হোমপেইজ থেকে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের (পিপিপিএ) ওয়েবসাইটেও প্রবেশ করা যাবে।

আজ বিডার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২০২৫ সালের এপ্রিল মাসে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত বিডার গভর্নিং বডির সভায় এ উদ্যোগ গৃহীত হয়। বাংলাবিজ’র ডিজাইন, উন্নয়ন ও বাস্তবায়নে আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করেছে জাইকা।

বাংলাবিজ’র প্রথম সংস্করণের মূল বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে, বিনিয়োগ সংক্রান্ত সেবাসমূহ, সংযুক্ত ওএসএস পোর্টালের লিংক, প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলি (এফএকিউ) এবং যোগাযোগের তথ্যসহ একটি সমন্বিত তথ্যকেন্দ্র, বিনিয়োগকারীদের ব্যবসার ধরন ও খাত অনুযায়ী প্রাসঙ্গিক বিনিয়োগ উন্নয়নসংস্থা বাছাইয়ে সহায়তা করে, সেবা প্রদানকারী কর্মকর্তারা এর মাধ্যমে সেবার মান, বিনিয়োগ প্রবণতা এবং বিভিন্ন সূচকের তথ্য পর্যবেক্ষণ করবেন।

জাইকা বাংলাদেশ অফিসের প্রধান প্রতিনিধি মি. তোমোহিদে ইচিগুচি বলেন, ‘ডিজিটাল রূপান্তর কেবল প্রযুক্তিগত উন্নয়ন নয়, বরং এটি একটি কৌশলগত রূপান্তর, যা অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
তিনি আরও বলেন, বাংলাবিজ এই দৃষ্টিভঙ্গির একটি বাস্তব প্রতিফলন, যা বিনিয়োগকারীদের ক্ষমতায়ন এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।

বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ‘দেশি-বিদেশি ব্যবসায়ীদের অনেক দিনের দাবি ছিল একটি একক বিনিয়োগ পোর্টাল। বাংলাবিজ সেই চাহিদারই প্রতিফলন। এটি এমনভাবে গড়ে তোলা হয়েছে, যাতে বিনিয়োগে আগ্রহী ব্যক্তি একটি মাত্র প্রবেশপথ ব্যবহার করে বাংলাদেশে ব্যবসা শুরু ও পরিচালনার জন্য প্রয়োজনীয় তথ্য ও সেবাসমূহ পেতে পারেন। আমরা আশা করি, এটি সেবাদানকারী প্রতিষ্ঠানের মধ্যেও মানসম্পন্ন সেবা প্রদানে প্রতিযোগিতা সৃষ্টি করবে।’

বাংলাবিজ-এর পরবর্তী সংস্করণসমূহের মাধ্যমে এটিকে একটি পূর্ণাঙ্গ ইনভেস্টর সিঙ্গেল প্লাটফর্ম (আইএসডব্লিউপি) -এ রূপান্তরিত করা হবে যার আওতায় বিজনেস স্টারটার প্যাকেজ, বাংলাবিজ আইডি (বিবিআইডি) এবং সম্পূর্ণ ডিজিটাল কর্মানুমতি ও নিরাপত্তা ছাড়পত্র সেবা অন্তর্ভুক্ত থাকবে। এটি সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে কার্যকর আন্তঃসংযোগ নিশ্চিত করবে।

বিশ্বের বৃহত্তম দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগী সংস্থা হিসেবে জাইকা দীর্ঘদিন ধরে বাংলাদেশে বেসরকারি খাতের বিকাশে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বাংলাবিজ এই প্রচেষ্টারই ধারাবাহিকতা, যা অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি, মানসম্পন্ন বিনিয়োগ আকর্ষণ এবং আধুনিক ও জনবান্ধব সেবা প্রদানে সহায়ক হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিসেম্বর পর্যন্ত কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের অনুরোধ কৃষি উপদেষ্টার
ভাষাসৈনিক অধ্যাপক শাহেদ আলীর জন্মশতবর্ষ  উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা
ত্রি-মাত্রিক বৈশ্বিক সংকট মোকাবিলায় পর্যাপ্ত অর্থায়নের আহ্বান বাংলাদেশের
তফসিলকে স্বাগত জানিয়ে গোপালগঞ্জে বিএনপি’র আনন্দ মিছিল
নরসিংদীতে হানাদার মুক্ত দিবস পালিত
ঢাকা বিমানবন্দরে বিপুল পরিমাণ স্পাই ডিভাইসসহ আটক ২
দেশের মানুষ গণতন্ত্রের সু-বাতাস পাওয়া শুরু করেছে : সুলতান সালাউদ্দিন টুকু
নির্বাচনী কর্মকর্তার কাছে সরাসরি মনোনয়নপত্র দাখিল করতে হবে প্রার্থীদের
বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে ৩ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
কিছুদিন পরে হয়তো বলবে তারাই একমাত্র মুক্তিযোদ্ধা : সালাহউদ্দিন
১০