ঢাকা, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): দেশের উভয় শেয়ারবাজার- ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)’র সূচকে আজ টানা তৃতীয় দিনের মতো ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত ছিল। তবে মুনাফা-বহির্ভূত বিক্রি ও বাজারে নতুন অনুঘটকের অনুপস্থিতিতে ঊর্ধ্বমুখী গতি কিছুটা কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসএক্স আগের দিনের ৫ হাজার ৩৯৩ পয়েন্ট থেকে ২২.৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪১৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
বাজার বিশ্লেষকরা পর্যবেক্ষণ করেছেন, দিনের মধ্য-ভাহ পর্যন্ত ক্রয়ের চাপ ছিল উল্লেখযোগ্য, যা ডিএসই সূচককে দিনের সর্বোচ্চে ৫ হাজার ৪৫৫ পয়েন্টে নিয়ে যায়। তবে বিনিয়োগকারীরা আগামী আয় সেশনকে সামনে রেখে লাভ ধরে রাখতে সতর্ক অবস্থান নিলে দিনের শেষ ভাগে এই গতিবেগ হ্রাস পায়।
তবে, বাজারে লেনদেন আগের দিনের ৫৮০ কোটি টাকা থেকে ২৩.১% বেড়ে ৭১০ কোটি টাকায় দাঁড়িয়েছে।
খাতভিত্তিক দিক থেকে টেক্সটাইল (১৮.৩%) খাতে সর্বোচ্চ লেনদেন হয়েছে, এরপরেই রয়েছে ফার্মা (১২.৯%) এবং ইঞ্জিনিয়ারিং (৯.৬%)। বেশিরভাগ খাতই মিশ্র রিটার্ন প্রদর্শন করেছে, যার মধ্যে সিমেন্ট (১.৪%), জীবন বীমা (০.৭%) ও ব্যাংক (০.৬%) খাত আজ শেয়ারবাজারে সবচেয়ে ইতিবাচক রিটার্ন প্রদর্শন করেছে। তবে পাট (-১.৬%), কাগজ (-০.৭%) ও আইটি (-০.৬%) সবচেয়ে বেশি দরপতন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১৭৩টির, ১৫৫টির দাম কমেছে এবং অপরিবর্তিত ছিল ৬৯টির দর।
বন্দর নগরী শেয়ারবাজার সিএসই ইতিবাচক অবস্থানে ছিল। সিএসইর সিলেকটিভ ক্যাটাগরির ইনডেক্স (সিএসসিএক্স) ৩৩.৬ পয়েন্ট এবং অল শেয়ার প্রাইস ইনডেক্স (ক্যাসপি) ৬৫.৪ পয়েন্ট বেড়েছে।