ঢাকা, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভাগ ও সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির কার্যক্রম বিলুপ্ত করেছে সরকার।
গতকাল রোববার অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব বিভীষণ কান্তি দাশ সই করা প্রজ্ঞাপনের মাধ্যমে কমিটির কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।
এর আগে গত বছরের ৯ অক্টোবর এনবিআরের সংস্কার ও রাজস্ব নীতি উন্নয়নের জন্য এ পরামর্শক কমিটি গঠিত হয়েছিল।
মূল উদ্দেশ্য ছিল-সংস্থার প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি, রাজস্ব নীতি ও প্রশাসন সংস্কার, শুদ্ধাচার ও সুশাসনের কাঠামো তৈরি, নাগরিক যোগাযোগ এবং অংশীজন সম্পৃক্ততা বাড়ানো।
চলতি বছরের ১২ মে রাতের মধ্যেই সরকার ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ -২০২৫’ জারি করে এনবিআরের কার্যক্রম পৃথক করে।