ঢাকা, ৩ অক্টোবর, ২০২৫ (বাসস) : প্রযুক্তি খাতের শেয়ারের উত্থানে শুক্রবার টোকিও’র নিক্কেই সূচকসহ বেশিরভাগ এশীয় বাজার ঊর্ধ্বমুখী হয়েছে। সপ্তাহান্তের আগে বিনিয়োগকারীরা ইতিবাচক মনোভাবে ছিলেন। সেখানে যুক্তরাষ্ট্রে সুদের হার কমানোর আশাই সরকার অচলাবস্থার উদ্বেগকে ছাপিয়ে গেছে।
হংকং থেকে এএফপি এ খবর জানায়।
এই বছর বিশ্ববাজারে এই সমাবেশ মূলত কোম্পানিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার সমস্ত ক্ষেত্রে বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। বিনিয়োগকারীরা এই পদক্ষেপটি হাতছাড়া করতে চায়নি বলেই ইন্ধন জোগাচ্ছে। এরফলে বড় বড় প্রতিষ্ঠানের মূল্যায়ন আকাশছোঁয়া পর্যায়ে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের চিপ জায়ান্ট এনভিডিয়ার বাজারমূল্য ৪ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে এবং একাধিক বাজার রেকর্ড উচ্চতায় অবস্থান করছে।
এই সপ্তাহে বাজারে বাড়তি গতি আসে দক্ষিণ কোরিয়ার সেমিকন্ডাক্টর জায়ান্ট স্যামসাং ও এসকে হাইনিক্সের ঘোষণায় যে, তারা চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই এর সঙ্গে চিপ ও অন্যান্য যন্ত্রপাতি সরবরাহের জন্য প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে।
শুক্রবার জাপানের হিটাচি জানায়, তারা এআই ও জ্বালানি খাতে কাজের জন্য ওপেনএআই-এর সঙ্গে কৌশলগত অংশীদারিত্বে যুক্ত হয়েছে। খবরটি প্রকাশের পর হিটাচির শেয়ার ৯ শতাংশের বেশি বেড়েছে। রেনেসাসও প্রায় একই পরিমাণ বেড়েছে, সনি ২.৮ শতাংশ এবং অ্যাডভানটেস্ট ৩ শতাংশের বেশি বেড়েছে। প্রযুক্তি বিনিয়োগ জায়ান্ট সফটব্যাঙ্কও ৩ শতাংশের বেশি যুক্ত করেছে।
এতে টোকিওর নিক্কেই সূচক উল্লেখযোগ্যহারে বৃদ্ধি পায়। পাশাপাশি সিডনি, ওয়েলিংটন, তাইপেই, জাকার্তা ও ম্যানিলার বাজারও বেড়েছে।
তবে টানা তিন দিন ৪ শতাংশের বেশি উত্থানের পর হংকং বাজার সামান্য নিম্নমুখী হয়। সিঙ্গাপুরও সামান্য হ্রাস পায়। সাংহাই বাজার ছুটির কারণে বন্ধ ছিল।
বৃহস্পতিবার ওয়াল স্ট্রিটের তিনটি প্রধান সূচক সর্বকালের সর্বোচ্চ উচ্চতায় অবস্থান করায় বিশ্ববাজারের এই উত্থান আরো চাঙ্গা হয়েছে।
সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে মন্দার ইঙ্গিত পাওয়া গেছে, যা ফেডারেল রিজার্ভকে ঋণখরচ কমাতে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখার ইঙ্গিত দিতে উৎসাহিত করেছে।
এই ইতিবাচক মনোভাব ওয়াশিংটনের অচলাবস্থাকে ছাপিয়ে গেছে, যা আংশিক সরকারি শাটডাউন সৃষ্টি করেছে, কিছু পরিষেবা বন্ধ করেছে এবং গুরুত্বপূর্ণ চাকরির তথ্য প্রকাশে সম্ভাব্য বিলম্ব ঘটিয়েছে।
যদিও অ-কৃষি কর্মসংস্থান (এনএফপি) তথ্য ফেডের নীতিনির্ধারণের মূল নির্দেশক, বিশ্লেষকদের মতে, শাটডাউন ফেডকে এ মাসে দ্বিতীয় দফায় সুদহার কমানোর প্রত্যাশা থেকে বিরত রাখবে না।
পেপারস্টোনের ক্রিস ওয়েস্টন বলেছেন, সাধারণ ধারণা হলো এই শাটডাউন যুক্তরাষ্ট্রের জিডিপি থেকে ১৫-২০ বিলিয়ন ডলার কমিয়ে দিতে পারে। তবে তা পরবর্তীতে পূরণ হয়ে যাবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে স্থায়ী প্রভাব ফেলবে না।
তবে তিনি সতর্ক করেছেন, ট্রাম্পের হুমকির কারণে যদি কিছু সরকারি কর্মচারী স্থায়ীভাবে চাকরি হারান তবে তা বাজার ঝুঁকিতে পরিণত হতে পারে।
তিনি আরো বলেছেন, তবুও সম্ভাবনা প্রবল যে এনএফপি ও ভোক্তা মূল্যসূচক প্রতিবেদন আগামী ২৯ অক্টোবরের ফেড বৈঠকের আগেই প্রকাশিত হবে। কারণ, এর মধ্যে সরকারের কার্যক্রম পুনরায় শুরু হয়ে যেতে পারে।
শুক্রবার সিনেটে প্রতিনিধি পরিষদে পাস হওয়া একটি প্রস্তাবের ওপর ভোট হওয়ার কথা রয়েছে, যা ২১ নভেম্বর পর্যন্ত বর্তমান স্তরে সরকারী অর্থায়ন অব্যাহত রাখবে।
কোম্পানির খবরে, জাপানি বিয়ার টাইটান আসাহির অর্ডারিং এবং ডেলিভারি সিস্টেমে আঘাত হানার কারণে কিছু কারখানায় উৎপাদন বন্ধ করতে বাধ্য হওয়ার পরে সকালের লেনদেনে পতন হয়েছে। ফার্মের কর্মকর্তারা বলেছেন, যে তারা কখন আবার চালু হবে তা তারা জানেন না।