সাতক্ষীরা, ৪ অক্টোবর ২০২৫ (বাসস) : সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৬ দিন বন্ধ থাকার পর আজ শনিবার সকাল থেকে জেলার ভোমরা স্থলবন্দরের আমদানি রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়েছে। এর ফলে বন্দরে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। এদিকে, পণ্যবাহী ভারতীয় ট্রাক ভোমরা স্থলবন্দরে প্রবেশ করতে শুরু করেছে। অন্যদিকে, পণ্যবাহী বাংলাদেশি ট্রাকও ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দরে প্রবেশ করছে।
ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবু হাসান জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গত ২৮ সেপ্টেম্বর (রবিবার) থেকে গত ২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত টানা ৫ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল।
তিনি জানান, ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি পত্রের মাধ্যমে ৫ দিন বন্দর কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত অবহিত করা হয়। এছাড়া ৩ সেপ্টেম্বর (শুক্রবার) বাংলাদেশে সাপ্তাহিক ছুটি থাকায় আরো এক দিনসহ মোট ৬ দিন কার্যত বন্ধ ছিল দুই দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম।
আজ শনিবার (৪ অক্টোবর) থেকে আবারও যথারীতি দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম। এর ফলে বন্দর ব্যবহারকারীদের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।
ভোমরা ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ রাশেদুজ্জামান জানান, দুর্গাপূজা উপলক্ষে ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম গত ৬ দিন বন্ধ থাকলেও এ বন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা যথারীতি যাতায়াত করেছেন।
ভোমরা কাস্টম্সের রাজস্ব কর্মকর্তা মিজানুর রহমান জানান, দুই দেশের ব্যবসায়ীদের সমন্বিত সিদ্ধান্তে টানা ৬ দিন আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকার পর আজ থেকে আবারও যথারীতি শুরু হয়েছে আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম।