হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু

বাসস
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ১৩:২৭
ছবি: সংগৃহীত

দিনাজপুর, ৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : দুর্গাপূজা উপলক্ষে টানা ৮ দিন ছুটি শেষে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে দিনাজপুরের হিলি স্থলবন্দরে।

আজ শনিবার দুপুর ১২টায় বন্দরের রাজস্ব কর্মকর্তা মো. নিজাম উদ্দিন তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, দুর্গাপূজা উপলক্ষে উভয় দেশের আমদানি রপ্তানিকারক ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে গত ২৬ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত এ বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। আজ সকাল সাড়ে ১০টা থেকে হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। 

তিনি আরও বলেন, আজ দুপুর ১২টা পর্যন্ত ভারতীয় পণ্য বোঝাই ১৭টি ট্রাক এ স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। একইভাবে দুটি পণ্য বোঝাই ট্রাক ভারতে গেছে।

হিলি স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান জানান, গত ৮ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকায় কাঁচা মরিচের দাম বেড়ে গেছে।

আজ কার্যক্রম শুরু হওয়ায় ভারত থেকে কাঁচা মরিচ আমদানিকৃত ট্রাক প্রবেশ করতে শুরু করেছে। যথারীতি কাঁচা মরিচের ট্রাক খালাস করে আজ থেকেই বাজারে বিক্রি শুরু হয়ে যাবে। এতে মরিচের দাম স্বাভাবিক হবে বলে তিনি আশ্বাস্ত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মিশর গাজার ভবিষ্যৎ নিয়ে ফিলিস্তিনি সম্মেলন আয়োজন করবে : হামাস
চট্টগ্রামের ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
পিরোজপুরে জেলা বিএনপি নেতাদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
মিউনিখ বিমানবন্দর ফের চালু
কর্ণফুলী টানেলে বাস উল্টে আহত ৪
গাজা যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করতে আলোচনায় বসতে প্রস্তুত হামাস
কুমিল্লা ইপিজেডে বিনিয়োগ বাড়াতে আগ্রহী বিদেশিরা, প্রয়োজন আরো প্লট   
কর্মী সংকটে মাদারীপুরে ৩৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত আইএইচটি
ট্রাম্পের আহ্বানেও থামছে না গাজায় ইসরাইলি হামলা
মরক্কোতে টানা সপ্তম দিনের মতো বিক্ষোভ করছে জেন জি 
১০