হিলি বন্দরে কাঁচা মরিচের আমদানি বাড়ায় দাম কমেছে

বাসস
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১৩:০০
দিনাজপুরের হিলি স্থলবন্দর। ছবি: বাসস

\ রোস্তম আলী মণ্ডল \

দিনাজপুর,  ৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : শারদীয় দুর্গাপূজার ছুটি শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। এতে বাজারে কেজি প্রতি কাঁচা মরিচের দাম ১০০ টাকা কমেছে।

আজ রোববার দুপুরে দিনাজপুর স্থলবন্দর আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সাখাওয়াত হোসেন শিল্পী এই তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, শনিবার সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় কাঁচা মরিচ বোঝাই ট্রাক আসতে শুরু করেছে। 

বন্দরে কাঁচা মরিচ আসায় আজ রোববার সকাল থেকে  কেজিতে ১০০ টাকা দাম কমেছে স্থানীয় বাজারে।
বন্দরের আমদানিকারক ব্যবসায়ীরা বলছেন, টানা ৮ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকায় কাঁচা মরিচের দাম বেড়ে যায়। আমদানি বাড়লে দাম কমে আসবে বলে জানান তারা।  

হিলি স্থলবন্দর কাস্টম বিভাগের রাজস্ব কর্মকর্তা মো. নিজাম উদ্দিন জানান, শনিবার বেলা সাড়ে ৩টা পর্যন্ত ভারত থেকে ৪টি ট্রাকে প্রায় ৩০ টন কাঁচা মরিচ আমদানি হয়েছে। আজ রোববার দুপুর পর্যন্ত আরও ৪ টি ট্রাকে ৩০ টন কাঁচা মরিচ আমদানি করা হয়েছে। আমদানি করা কাঁচা মরিচের ট্রাক দ্রুত খালাসের ব্যবস্থা করা হচ্ছে। খালাস করা কাঁচা মরিচ দেশের বিভিন্ন স্থানে পাইকাররা ক্রয় করে নিয়ে যাচ্ছে। ফলে কাঁচা মরিচের দাম কমে আসবে।

আমদানিকারকেরা বলেন, ভারতে বৃষ্টির কারণে আমদানির গতি কিছুটা কম হচ্ছে। এর পরও আমদানির গতি বৃদ্ধি করতে ব্যবসায়ীরা ভারতের ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন।

হিলি স্থলবন্দরের কাঁচা মরিচ ব্যবসায়ী নুজরুল  ইসলাম বলেন, দুর্গাপূজায় বন্ধের কারণে কাঁচা মরিচের বাজার ঊর্ধ্বমুখী ছিল। আমদানি শুরু হওয়ায় দাম এখন কমে আসবে। আজ রোববার হিলি স্থলবন্দরে পাইকারিতে মানভেদে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা কেজি দরে। যা গত সপ্তাহে ২৫০ থেকে ২৬০ টাকা কেজি দরে বিক্রি হয়।

বন্দরের কাঁচা মরিচ ব্যবসায়ী প্লাবন রায় বলেন, পূজার ছুটির পর শনিবার থেকে আমদানি শুরু হয়েছে। ভারতের বিভিন্ন প্রদেশ থেকে এসব কাঁচা মরিচ আমদানি হচ্ছে। ভারতেও বৃষ্টি হচ্ছে, তাই পর্যাপ্ত কাঁচা মরিচ আমদানি করতে পারছি না। বৃষ্টি কমলে আমদানি বাড়বে।

হিলি বাজারের কাঁচা মরিচ ব্যবসায়ী অনিল চন্দ্র বলেন, গত শুক্রবারও দেশি কাঁচা মরিচ ২৬০ টাকায় বিক্রি করেছি। শনিবার ভারত থেকে কাঁচা মরিচ আমদানি হয়েছে। তাই আজ রোববার ১০০ টাকা কমে ১৬০ টাকা কেজি দরে বিক্রি করছি। আজ বিকেলে ভারতীয় কাঁচা মরিচ বাজারে এলে দাম আরও কমে আসবে।

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ বিভাগের কর্মকর্তা মো. ইউসুফ আলী বলেন, দুর্গাপূজার ছুটি শেষে শনিবার থেকে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। যেহেতু কাঁচা মরিচ পচনশীল পণ্য, তাই দ্রুত ছাড় করণে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে আমদানিকারকদের। প্রতি টন কাঁচা মরিচ ৫০০ ডলারে শুল্কায়ন করা হচ্ছে। আর প্রতি কেজিতে শুল্ক দিতে হচ্ছে ৩৬ টাকা ৪০ পয়সা। আমদানি বাড়লে কাঁচা মরিচের দাম আরও কমবে।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য-দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপি’র ১,৪৩৭টি মামলা
নরসিংদীতে মাদকসহ একজন আটক
রাজধানীতে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার
শেরপুরে নানা আয়োজনে শিক্ষক দিবস পালিত
পিরোজপুরে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে আলোচনায় কায়রোতে আলোচকরা আসছেন
মুন্সীগঞ্জে মাদকসহ দুই যুবক গ্রেপ্তার
নওগাঁয় বজ্রপাতে কৃষকের মৃত্যু
টাঙ্গাইলে নানা আয়োজনে শিক্ষক দিবস পালিত
১০