চাহিদা মেটাতে সেপ্টেম্বরে ১০ কার্গো এলএনজি সংগ্রহ করেছে সরকার

বাসস
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ২০:৫৫

ঢাকা, ৫ অক্টোবর, ২০২৫ (বাসস): তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের চাহিদা মেটাতে গত সেপ্টেম্বর মাসে সরকারি ক্রয় প্রক্রিয়ার অংশ হিসেবে এলএনজি বোঝাই ১০টি কার্গো বাংলাদেশে পৌঁছেছে। আজ রোববার সরকারি কর্মকর্তারা এ তথ্য জানান।

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোবাংলার পরিচালক এ. কে. এম. মিজানুর রহমান বাসসকে বলেন, বিদেশি এলএনজি উৎপাদনকারীদের সঙ্গে সরকারের দীর্ঘ ও স্বল্পমেয়াদি চুক্তি এবং অন দ্য স্পট ক্রয় নীতিমালা মেনে গত সেপ্টেম্বরে এলএনজি বোঝাই এসব কার্গো গ্রহণ করা হয়েছে।

এই ১০টি কার্গোর মধ্যে কাতার এনার্জি চারটি কার্গো সরবরাহ করেছে দীর্ঘমেয়াদি চুক্তির ভিত্তিতে। ওমানের ওকিউ ট্রেডিং (ওকিউটি) দুটি কার্গো দিয়েছে—একটি দীর্ঘমেয়াদি এবং একটি স্বল্পমেয়াদি চুক্তির আওতায়।

তিনি আরও জানান, বাকি চারটি এলএনজি কার্গো স্পট মার্কেট থেকে সংগ্রহ করা হয়েছে, যাতে দেশে জ্বালানি সরবরাহে কোনো বিঘ্ন না ঘটে। এর আগে আগস্ট মাসে সরকার ১১টি এলএনজি কার্গো সংগ্রহ করেছিল, যার পরিমাণ ছিল প্রায় ৩.৬৫ কোটি এমএমবিটিইউ।

রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. শাহ আলম জানান, প্রতিটি কার্গোতে গড়ে ৩২ লাখ এমএমবিটিইউ এলএনজি থাকে।

সরকারের নিয়মিত প্রক্রিয়া অনুযায়ী, সাপ্তাহিক বৈঠকে তরল গ্যাসের চাহিদা পর্যালোচনা করে এলএনজি সংগ্রহের সিদ্ধান্ত অনুমোদন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তিস্তা নদীতে রেড অ্যালার্ট : বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপরে পানি
শেখ হাসিনাকে ফেরত দেয়া ছাড়া ভারত প্রত্যাশিত আচরণ পাবে না : সারজিস আলম
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সিঙ্গেল ইউজ প্লাস্টিকমুক্ত ঘোষণা
বাংলাদেশকে ১৪৪ রানের টার্গেট দিল আফগানিস্তান
মাদ্রাসা থেকে পালাতে গিয়ে শিশু আটকা, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার
গাজায় জিম্মিদের মুক্তির জন্য ইসরাইলকে বোমাবর্ষণ বন্ধ করতে হবে : রুবিও
মিশরে গাজা আলোচনা শুরু হবে সোমবার
খাসজমির সঠিক ব্যবস্থাপনা হলে ভূমিহীন মানুষের জীবনমান উন্নত হয় : ভূমি সচিব
মশিউর সিকিউরিটিজের গ্রাহকদের শেয়ার স্থানান্তরের আহ্বান ডিএসইর
ধানমন্ডিতে পুলিশের অভিযানে নানা অপরাধে জড়িত ১০ জন গ্রেফতার 
১০