ডিএসইতে আজ সূচক কমলেও লেনদেন বেড়েছে

বাসস
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১৮:২৩

ঢাকা, ৬ অক্টোবর, ২০২৫ (বাসস): ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার মোট ৩৯৫টি কোম্পানির ২১ কোটি ৬১ হাজার ১১টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে, যার আর্থিক পরিমাণ দাঁড়িয়েছে ৭৩৬ কোটি ৮১ লাখ ৭১ হাজার ৯৪৩ টাকা। যা আগের দিনের তুলনায় ১১৭ কোটি ৫৩ লাখ ৩৩ হাজার ৯৫৪ টাকা বেশি। রোববার ডিএসইতে মোট লেনদেন হয়েছিল ৬১৯ কোটি ২৮ লাখ ৩৭ হাজার ৯৮৯ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ২৩.৯৯ পয়েন্ট কমে ৫৪২৩.৬৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসু৩০ সূচক ৩.৭৬ পয়েন্ট কমে ২০৮৮.৮০ পয়েন্টে এবং শরীয়াহ সূচক (ডিএসইএস) ২.১২ পয়েন্ট কমে ১১৭১.৯১ পয়েন্টে নেমেছে।

লেনদেনকৃত কোম্পানির মধ্যে ৯৬টির শেয়ারমূল্য বেড়েছে, ২৫৫টির কমেছে এবং ৪৪টির শেয়ারমূল্য অপরিবর্তিত রয়েছে।

লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানি হলো- রবি আজিয়াটা, সোনালি পেপার, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, খান ব্রাদার্স পিপি, বিএসসি, সিভিও পেট্রোলিয়াম, প্রগতি ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন, সামিট অ্যালায়েন্স পোর্ট এবং কে অ্যান্ড কিউ।

দরবৃদ্ধির শীর্ষে রয়েছে- প্রগতি ইন্স্যুরেন্স, নর্দান ইসলামী ইন্স্যুরেন্স, এক্সিম ব্যাংক, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, এসআইবিএল, জেনেক্স ইনফোসিস, ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক, রিলায়েন্স প্রথম মিউচ্যুয়াল ফান্ড, লিগ্যাসি ফুটওয়্যার এবং কে অ্যান্ড কিউ।

অন্যদিকে দরপতনের শীর্ষে রয়েছে- খুলনা প্রিন্টিং, আলুহাজ টেক্সটাইল, জিএসপি ফাইন্যান্স, ফ্যামিলি টেক্স লিমিটেড, জাহিন টেক্স লিমিটেড, বিআইএফসি, রিলায়েন্স ইন্স্যুরেন্স, ডিবিএইচ প্রথম মিউচ্যুয়াল ফান্ড, তুং হাই নিটিং এবং বেলিজিং।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গ্যাসের সুষম মূল্য নিশ্চিত করা হবে : বিইআরসি
সিলেটে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
শিল্পকলায় একযোগে শহীদ আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী পালন মঙ্গলবার
মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর
বিসিবির পরিচালক নির্বাচিত বুলবুল-ফাহিম
নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত 
দেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো সুযোগ নেই: সারজিস আলম
দেশের নীতি-নির্ধারণী পর্যায়ে নারী অংশগ্রহণ বৃদ্ধি করতে হবে : শ্রম উপদেষ্টা
জামায়াত ইসলামীর আমিরের সঙ্গে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
নারীর দক্ষতা ও কর্মসংস্থান উন্নয়নে হরাইজন ফেস্ট উদ্বোধন
১০