ডিএসইতে আজ সূচক কমলেও লেনদেন বেড়েছে

বাসস
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১৮:২৩

ঢাকা, ৬ অক্টোবর, ২০২৫ (বাসস): ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার মোট ৩৯৫টি কোম্পানির ২১ কোটি ৬১ হাজার ১১টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে, যার আর্থিক পরিমাণ দাঁড়িয়েছে ৭৩৬ কোটি ৮১ লাখ ৭১ হাজার ৯৪৩ টাকা। যা আগের দিনের তুলনায় ১১৭ কোটি ৫৩ লাখ ৩৩ হাজার ৯৫৪ টাকা বেশি। রোববার ডিএসইতে মোট লেনদেন হয়েছিল ৬১৯ কোটি ২৮ লাখ ৩৭ হাজার ৯৮৯ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ২৩.৯৯ পয়েন্ট কমে ৫৪২৩.৬৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসু৩০ সূচক ৩.৭৬ পয়েন্ট কমে ২০৮৮.৮০ পয়েন্টে এবং শরীয়াহ সূচক (ডিএসইএস) ২.১২ পয়েন্ট কমে ১১৭১.৯১ পয়েন্টে নেমেছে।

লেনদেনকৃত কোম্পানির মধ্যে ৯৬টির শেয়ারমূল্য বেড়েছে, ২৫৫টির কমেছে এবং ৪৪টির শেয়ারমূল্য অপরিবর্তিত রয়েছে।

লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানি হলো- রবি আজিয়াটা, সোনালি পেপার, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, খান ব্রাদার্স পিপি, বিএসসি, সিভিও পেট্রোলিয়াম, প্রগতি ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন, সামিট অ্যালায়েন্স পোর্ট এবং কে অ্যান্ড কিউ।

দরবৃদ্ধির শীর্ষে রয়েছে- প্রগতি ইন্স্যুরেন্স, নর্দান ইসলামী ইন্স্যুরেন্স, এক্সিম ব্যাংক, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, এসআইবিএল, জেনেক্স ইনফোসিস, ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক, রিলায়েন্স প্রথম মিউচ্যুয়াল ফান্ড, লিগ্যাসি ফুটওয়্যার এবং কে অ্যান্ড কিউ।

অন্যদিকে দরপতনের শীর্ষে রয়েছে- খুলনা প্রিন্টিং, আলুহাজ টেক্সটাইল, জিএসপি ফাইন্যান্স, ফ্যামিলি টেক্স লিমিটেড, জাহিন টেক্স লিমিটেড, বিআইএফসি, রিলায়েন্স ইন্স্যুরেন্স, ডিবিএইচ প্রথম মিউচ্যুয়াল ফান্ড, তুং হাই নিটিং এবং বেলিজিং।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিসেম্বর পর্যন্ত কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের অনুরোধ কৃষি উপদেষ্টার
ভাষাসৈনিক অধ্যাপক শাহেদ আলীর জন্মশতবর্ষ  উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা
ত্রি-মাত্রিক বৈশ্বিক সংকট মোকাবিলায় পর্যাপ্ত অর্থায়নের আহ্বান বাংলাদেশের
তফসিলকে স্বাগত জানিয়ে গোপালগঞ্জে বিএনপি’র আনন্দ মিছিল
নরসিংদীতে হানাদার মুক্ত দিবস পালিত
ঢাকা বিমানবন্দরে বিপুল পরিমাণ স্পাই ডিভাইসসহ আটক ২
দেশের মানুষ গণতন্ত্রের সু-বাতাস পাওয়া শুরু করেছে : সুলতান সালাউদ্দিন টুকু
নির্বাচনী কর্মকর্তার কাছে সরাসরি মনোনয়নপত্র দাখিল করতে হবে প্রার্থীদের
বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে ৩ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
কিছুদিন পরে হয়তো বলবে তারাই একমাত্র মুক্তিযোদ্ধা : সালাহউদ্দিন
১০