ঢাকা, ৬ অক্টোবর, ২০২৫ (বাসস): বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বিনিয়োগকারীদের পুঁজিবাজারে সচেতন ও দায়িত্বশীলভাবে বিনিয়োগের আহ্বান জানিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বিএসইসি জানিয়েছে, পুঁজিবাজারের বিভিন্ন দিক ও বিষয় সম্পর্কে যথাযথ জ্ঞান, তথ্য ও অভিজ্ঞতা অর্জন না করে বিনিয়োগ করা উচিত নয়। বিনিয়োগ থেকে লাভ বা ক্ষতি- যেটাই হোক না কেনো, তার সম্পূর্ণ দায়ভার বিনিয়োগকারীর নিজের ওপর বর্তায়। তাই সিকিউরিটিজের মৌলিক দিক ও তথ্যভিত্তিক বিশ্লেষণের ওপর নির্ভর করে সুচিন্তিত বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়াই বিনিয়োগকারীর জন্য প্রকৃত সহায়ক হতে পারে।
কমিশন আরও বলেছে, শেয়ার লেনদেনের সময় কোনো গুজবে কান দেওয়া থেকে বিরত থাকতে হবে, কারণ এতে বিনিয়োগকারীরা ক্ষতির সম্মুখীন হতে পারেন। পাশাপাশি, গুজব প্রচার করা আইনত দণ্ডনীয় অপরাধ বলে বিএসইসি স্মরণ করিয়ে দেয়।