ঢাকা, ৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : সেপ্টেম্বর মাসে দেশের সামগ্রিক মূল্যস্ফীতির হার আগের মাসের তুলনায় কিছুটা বেড়ে ৮ দশমিক ৩৬ শতাংশে পৌঁছেছে, যা আগস্ট মাসে ছিল ৮ দশমিক ২৯ শতাংশ।
সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য জানায়।
মূল্যস্ফীতির বৃদ্ধি মূলত খাদ্য ও খাদ্যবহির্ভূত অন্যান্য খাতে মূল্যবৃদ্ধির কারণে হয়েছে।
বিবিএসের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসে খাদ্য মূল্যস্ফীতি ৭ দশমিক ৬৪ শতাংশে দাঁড়িয়েছে, যা আগস্টে ছিল ৭ দশমিক ৬০ শতাংশ। অন্যদিকে, খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৮ দশমিক ৯৮ শতাংশ, যা গত মাসে ছিল ৮ দশমিক ৯০ শতাংশ।
গ্রাম ও শহর উভয় অঞ্চলে একই সময়ে মূল্যস্ফীতির হারে সামান্য বৃদ্ধি রেকর্ড করা হয়েছে।